শিরোনাম: |
মুক্তি পাচ্ছে দিতির শেষ ছবি...
|
বিনোদন প্রতিবেদক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে অকাল প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির সর্বশেষ চলচ্চিত্র ‘যে গল্পে ভালোবাসা নেই’। ছবিটিতে সম্ভ্রান্ত এক দাম্ভিক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
রয়েল খান পরিচালিত এই ছবির প্রযোজক অভিনেতা ফিরোজ শাহী। তিনি বলেন, আগামীকাল শুক্রবার প্রায় ৫০টি সিনেমাহলে মুক্তি পাবে ‘যে গল্পে ভালোবাসা নেই’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন গুণী অভিনেত্রী দিতি। দিতি অভিনীত সর্বশেষ ছবি এটি। তবে এটা নিয়ে বাড়াবাড়ি কোনো প্রচারে যেতে চাই না। দিতি আপা আমার বড় বোনের মতো। এই ছবিটির প্রতিটি ক্ষেত্রে তার পরামর্শ রয়েছে। তাই তার সর্বশেষ ছবি হিসেবে এটি তাকেই আমরা উত্সর্গ করতে চাই।’ ফিরোজ শাহী আরও বলেন, ‘আমি মনে করি ছবিটি পূর্ণাঙ্গ একটি বিনোদনমূলক ছবি। এখানে পারিবারিক গল্প আছে, প্রেম আছে, অ্যাকশন ও গান আছে। বিশেষ করে গানগুলোর যে মানে চিত্রায়ন করা হয়েছে তা এক কথায় অতুলনীয়। ছবিটি দেখে দর্শক মুগ্ধ হবেন বলেই বিশ্বাস আমার। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ শাহী। তার হাত ধরেই তানহা নামের নবাগতা ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন। তানহা তার প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘ছবিটি নিয়ে আমার উচ্ছ্বাস আকাশ ছোঁয়া। কারণ এই ছবি দিয়েই নায়িকা হিসেবে স্বপ্ন পূরণ হতে চলেছে আমার। আশা করি দর্শকের মনে দাগ কাটতে পারব। |