বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
কয়লাতে মৌসুমী হামিদ
Published : Tuesday, 17 January, 2017 at 6:00 AM, Count : 217

শেখ রাজিয়া সূলতানা : মৌসুমী হামিদ এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতায় রানারআপ হয়েছিলেন তিনি। সেই থেকেই তার মিডিয়ায় পথচলা। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি নিয়মিত হয়েছিলেন বড় পর্দাতেও। ইতোমধ্যেই তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে বেশ সাড়া পড়েছে মিডিয়া পাড়ায়। নতুন বছরের শুরুতেই মৌসুমী নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। সুমন আনোয়ারের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘কয়লা’। ইতোমধ্যেই চলচ্চিত্রটির লোকেশন দেখা শুরু হয়েছে। যার প্রেক্ষিতে কয়েক দিন আগে পরিচালক নায়িকাসহ কুয়াকাটায় লোকেশন দেখে এসেছেন।
জায়গা নির্বাচন শেষ হলে শুরু হবে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ। সম্ভাব্য এ বছরের মার্চের দিকে কয়লার দৃশ্যধারণ শুরু হবে।
‘কয়লার গল্প নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘কয়লা হচ্ছে একটি জেলেপাড়ায় বড় হওয়া মেয়ের গল্প। যার নাম ময়না। সে শুঁটকি পল্লীতে কাজ করে মায়ের সঙ্গে। সেখানে তার ভালোবাসা, অপেক্ষা, জীবন যুদ্ধ নিয়ে এগিয়ে যায় গল্প।’
এছাড়াও মৌসুমী হামিদ বর্তমানে ব্যস্ত রয়েছেন টেলিভিশন নাটক নিয়ে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft