শিরোনাম: |
নায়করাজ রাজ্জাক
জীবন ও কর্ম শীর্ষক সেমিনার
|
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে সম্প্রতি রাজধানীর শাহবাগে সংস্থার প্রজেকশন হলে নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম শীর্ষক গবেষণার ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সাংবাদিক, গবেষক ও কণ্ঠশিল্পী ইসমত জেরিন স্মিতা তার গবেষণাকর্ম উপস্থাপন করেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের অধ্যাপক ও অভিনেতা রহমত আলী, প্রবীন চলচ্চিত্র পরিচালক রহিম নওয়াজ, সাংবাদিক, গবেষক ও লেখক চিন্ময় মুত্সুদ্দী। সেমিনারে গবেষণা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশিদ হারুন বক্তব্য রাখেন। মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াত ও মাহমুদা চৌধুরী বক্তব্য রাখেন। |