শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১
দিন শেষে ৩০৩ রানে এগিয়ে টাইগাররা
Published : Saturday, 14 January, 2017 at 6:00 AM, Count : 447

ক্রীড়া প্রতিবেদক  : ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে ৩০৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৯৫ রানে।
তৃতীয় দিন সকালে সাব্বির রহমানের ঝলকে বাংলাদেশ ছয়শ’ ছুঁই ছুঁই স্কোরে প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ ভালোভাবে সামাল দেয়ার ইঙ্গিত দিয়েছিল সফরকারী বোলাররা। ২০৫ রানের ব্যবধানে প্রতিপক্ষের তিনটি উইকেট পায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় সেশনটা নিজেদের করে নেয় কিউইরা। তাদের বাঁহাতি ব্যাটসম্যান টম ল্যাথাম শক্ত প্রতিরোধ গড়েন হেনরি নিকলসকে নিয়ে। অবশ্য তৃতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩০৩ রানে এগিয়ে থাকল।
তৃতীয় দিনটা বাংলাদেশ শুরু করে ৭ উইকেটে ৫৪২ রানে। আগের দিনের ১০ রানে অপরাজিত সাব্বির রহমানকে সঙ্গ দিতে নামেন তাসকিন আহমেদ। অভিষেক টেস্টে মাত্র ৩ রান করলেও সাব্বিরকে ভালো সঙ্গ দিয়েছেন তিনি। তাসকিন ২০টি বল খেলে নেইল ওয়াগনারের চতুর্থ শিকার হন। এরপর কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে নবম উইকেটে ২৯ রানের অপরাজিত জুটি গড়ার পথে সাব্বির পান ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। নিজের তৃতীয় টেস্ট ম্যাচে ৮৫ বলে পঞ্চাশ ছোঁন তিনি। ব্যক্তিগত রানের খাতায় সাব্বির আরও ৪টি রান যোগ করার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। ৮৬ বলে সাজানো তার অপরাজিত ৫৪ রানের ইনিংসটি। ওয়াগনার নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।
প্রথম সেশনের মাঝামাঝি সময়ে খেলতে নেমে ধীরেসুস্থে এগোতে থাকে নিউজিল্যান্ড। অবশ্য তাসকিন তার প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন। নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যখন ৩৫ রান তখন তৃতীয় স্লিপে থাকা সাব্বির জীবন দেন জিত রাভালকে। অবশ্য ২৪ রানে জীবন পাওয়া রাভাল ইনিংসটাকে লম্বা করতে পারেননি। রাব্বির প্রথম ওভারে তিনি ইমরুল কায়েসের তালুবন্দী হন। ২৭ রানে রাভালকে ফিরিয়ে প্রথম উইকেটটি পায় বাংলাদেশ।
উদ্বোধনী জুটিটি ল্যাথাম বড় করতে না পারলেও কেন উইলিয়ামসনকে নিয়ে ৭৭ রানের শক্ত জুটি গড়েন। অবশেষে এ জুটি ভেঙে তাসকিন পান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। ৫৩ রানে উইলিয়ামসনকে সাজঘরে পাঠান তিনি। পরে রস টেলরকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ল্যাথাম।
চা বিরতির পর নতুন স্পেলে এসে রাব্বির দ্বিতীয় শিকার হন টেলর। ৪০ রানে এ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। কিন্তু ল্যাথাম ও নিকলস দাঁড়িয়ে যান। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেন ল্যাথাম। নিকলসকে নিয়ে অপরাজিত ৮৭ রানের জুটি গড়েছেন তিনি। ১৬৭ বলে ১২টি চারে শতক ছোঁন ল্যাথাম। ১১৯ রানে অপরাজিত আছেন তিনি। অপরপ্রান্তে ৩৫ রানে খেলছেন হেনরি নিকলস। টাইগারদের নেয়া তিন উইকেটের দুটি রাব্বির, অন্যটি তাসকিনের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft