শিরোনাম: |
ত্বকের তামাটেভাব দূর করে টমেটো
|
শীতের এই সময়ে অনেকেই ছুটি কাটাতে ধুলো-বালি মাখিয়ে সাগর-পাহাড়ে গিয়েছেন বা যাবেন। আর ফেরার সময়ে ত্বক একেবারে রোদে পুড়িয়ে তামাটে করে এসেছেন বা আসবেন। এই তামাটেভাব দূর করার জন্য বাজারের বিভিন্ন প্রসাধনীর ব্যবহার করে আসছেন। অথচ মাত্র একটি কৌশলে ৩০ মিনিটেই দূর হতে পারে ত্বকের এই ট্যান বা তামাটেভাব। তাই আজকের টিপস বিভাগে আপনাদের জন্য রইলো একটি টিপস। চলুন তাহলে জেনে নেই কী সেই কৌশল। নিশ্চয়ই কাজে লেগে যাবে আপনারও।
আজকের টিপসের জন্য দরকার হবে অ্যালোভেরা, টমেটো এবং মসুর ডাল। ২৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন এক টেবিল চামচ মসুর ডাল। এরপর একে বেটে নিন। এতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ পিষে নেয়া টমেটো মেশান। এই মিশ্রণ ত্বকের তামাটে হওয়া এলাকায় মাখিয়ে রাখুন ৩০ মিনিট, এরপর ধুয়ে ফেলুন। দেখবেন তামাটেভাব দূর হয়ে গেছে। - জীবনযাপন ডেস্ক |