শিরোনাম: |
মমিনুলের ব্যাটে বড় সংগ্রহের আশা জাগাচ্ছে
|
ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান। দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নিয়ে উইকেটে অপরাজিত আছেন মমিনুল হক ৬৪ ও অলরাউন্ডার সাকিব আল হাসান ৫ রান নিয়ে।
দুই দফা বৃষ্টিতে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার বল গড়ায় মাঠে। শেষ বিকেলে ২৫ ওভার খেলার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিন্তু আলোকস্বল্পতার কারণে ১১.২ ওভার খেলা হয়। এ সময়ে বাংলাদেশ আরও একটি উইকেট হারায়। প্রথম দিন সব মিলিয়ে বাংলাদেশ খেলতে পেরেছে ৪০.২ ওভার। তাদের স্কোরবোর্ডে জমা পড়েছে ৩ উইকেটে ১৫৪ রান। তবে এদিন বাংলাদেশ যতটুকু খেলেছে ভালোই বলা চলে। তামিম ইকবাল ও মমিনুল হকের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আশাবাদী পারফরম্যান্সের আভাস দিয়েছে সফরকারীরা। বৃষ্টি শেষে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ আর মমিনুল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদউল্লাহ। ২৬ রানে আউট হন তিনি। মমিনুলের সঙ্গে মাহমুদউল্লাহ ৮৫ রানের জুটি গড়ে আউট হন। ৬৪ বল খেলে চারটি বাউন্ডারিতে সাজানো তার ২৬ রানের ইনিংস শেষ হয় নেইল ওয়াগনারের বলে, বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে ধরা পড়েন মাহমুদউল্লাহ। এর আগে মমিনুল করেন ক্যারিয়ারের ১১তম টেস্ট হাফসেঞ্চুরি। ৭৯তম বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশ করেন তিনি। ৬৪ রানে অপরাজিত আছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাট করতে নেমে ১ রানে জীবন পাওয়া সাকিব আল হাসান অপরাজিত ছিলেন ৫ রানে। দুপুর ২টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় খেলা বন্ধ হয়। তা আবার শুরু হয় বিকেল ৫টা ৪৪ মিনিটে। ওয়েলিংটনের মাঠের উইকেট, বাতাস বাংলাদেশের সঙ্গে শত্রুতা করতে পারে তা আগেভাগে জানতো টিম টাইগার্স। কিন্তু এরসঙ্গে যোগ হলো বৃষ্টির শত্রুতা! নিউজিল্যান্ড সফরের শেষভাগে এসে প্রথম টেস্টে এখন পর্যন্ত বলা চলে বাংলাদেশ ভালো একটি সূচনা করেছিল। কিন্তু দেশটির রাজধানী শহরের মাঠ বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের মাঠে একটি ভালো সূচনার পরই যেন বৃষ্টির শত্রুতা শুরু হয় বাংলাদেশের বিরুদ্ধে। যখনই বাংলাদেশের কোনো একজন ব্যাটসম্যান উইকেটে সেট হয়ে যান তখনোই বাগড়া দেয় বৃষ্টি! গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এমন দেখা গেল পরপর দু’বার। উইকেটে তামিম সেট হলেন তো প্রথম দফা বৃষ্টি নামল। এরপর এক ঘণ্টা ২০ মিনিট পর খেলা আবার শুরু হলে হাফসেঞ্চুরি করার পর তামিম হয়ে গেলেন আউট। উইকেটে সেট হয়ে যাওয়ার পর মমিনুল যখন আরেকটি বড় ইনিংসের দিকে এগোচ্ছিলেন তখন তাকে আবার থামিয়ে দিল বৃষ্টি! বৃষ্টিতে থামার আগ পর্যন্ত ৪৮ রান করেছিলেন মমিনুল। এরমধ্যে চারের মার ৮টি এবং একটি ছক্কা। উল্লেখ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সেঞ্চুরি আছে মমিনুলের। সকালে প্রথম দফা বৃষ্টি বিরতি শেষে খেলায় ফেরাটা বাংলাদেশের জন্যে বেশিক্ষণ ভালো চললো না। ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরির পরে ট্রেন্ট বোল্টের এলবিডব্লিউর ফাঁদে পড়লেন বাংলাদেশের দ্বিতীয় ওপেনার তামিম ইকবাল। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউয়ে জানানো হয় তামিম আউট। এর আগে পর্যন্ত ৫০ বল খেলে তামিম করেন ৫৬ রান। এরমধ্যে চারের মারই ১১টি। বাংলাদেশের দলীয় রান তখন ৬০। এর আগে সকালে তামিমের উদ্বোধনী জুটি ইমরুল কায়েসও বোল্টের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। টিম সাউদির শর্ট বলে পুল করে সীমানার কাছাকাছি থাকা বোল্টকে ক্যাচ দেন ইমরুল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে একই সঙ্গে টেস্ট ডেব্যু হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, কামরুল হাসান রাব্বি ও শুভাশিষ রায়ের। |