রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
চার দিনব্যাপী সেলিম আল দীন স্মরণ উৎসব
Published : Thursday, 12 January, 2017 at 6:00 AM, Count : 276

বিনোদন প্রতিবেদক : রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা নাটকের পুরোধা সেলিম আল দীনের প্রয়াণ দিবস আজ। ২০০৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন তিনি। তার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণ উত্সব ২০১৭’।
উত্সব আগামীকাল থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের আয়োজনে এ উত্সবের সহায়তায় থাকছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এ দিন সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উত্সবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
একই দিন বেলা ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষের ৭ম তলায় রয়েছে সেমিনার। নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এখানে প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।
আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় উত্সবের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া থিয়েটারে মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘বাসন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন ফারুক হোসেন।
আগামী ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় একই হলে ভোলা থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘গ্রন্থিকগণ কহে’। রেজা মোহাম্মদ আরিফের পাণ্ডুলিপি সম্পাদনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা।
উত্সবের সমাপনী দিন আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সঙ থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘শকুন্তলা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রসেনজিত্ পাল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft