বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
ঘুরে আসুন বাংলার দার্জিলিং
Published : Wednesday, 4 January, 2017 at 6:00 AM, Count : 182

অনিন্দ্য তাওহীদ : যারা দার্জিলিংয়ের নাম শুনেছেন, বিবরণ শুনেছেন, কিন্তু যাননি তাদের জন্য বাংলার দার্জিলিং! প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য যারা দার্জিলিং গিয়ে দেখেছেন তারা খাগড়াছড়ির সাজেক দেখে নিয়েও একই কথা বলছেন এখন তারা বলছেন প্রায় হুবহু একই সাজেক শুধু শুধু এতগুলো টাকা নষ্ট! তার চেয়ে অল্প খরচে আমাদের বাংলার দার্জিলিং আসলেই তো হয়!

তাহলে আর দেরি কেন? চলুন ঘুরে আসি স্বপ্নের দার্জিলিংয়ে চড়তে হবে না উড়োজাহাজেও সোজা সড়কপথে একদম স্বল্প খরচে দার্জিলিং দেখে আসতে পারেন খুব সহজেই শুধু ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাস ভাড়া লাগবে আর খাগড়াছড়ি থেকে দার্জিলিং পৌঁছতে সিএনজি, পিকআপ বা চান্দের গাড়ি রিজার্ভ ভাড়া হাজার চারেক হলেই চলবে

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ভারতের মিজোরাম ত্রিপুরা রাজ্যের সীমান্তে বাংলার দার্জিলিং অবস্থিত দার্জিলিংয়ের স্থানীয় ঐতিহ্যবাহী নাম সাজেক সাজেকের পাহাড়ে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন মিজোরামের লুসাই পাহাড় দেখতে পাবেন, মিজোরামের জনবসতি বাজার এলাকা

মেঘের চাদরে মোড়ানো পাহাড়, সবুজাভ বৃক্ষরাজিতে ঢেকে আছে ধবধবে সাদা কুয়াশা বিশাল বিশাল গাছপালা, অজগর সাপের মতো আঁকাবাঁকা আর উঁচু-নিচু পাহাড়ি রাস্তা, সুউচ্চ পর্বত, ভোর সকালে সূর্যোদয়ের দৃশ্য কোনোটাই দার্জিলিংয়ের চেয়ে কম নয় দার্জিলিং ভ্রমণ করে আসা দর্শনার্থীদের ভাষ্যমতে বরং দার্জিলিয়ের চেয়ে বাড়তি কিছু রয়েছে সাজেকে

ভ্রমণ পিপাসুদের  কাছে সাজেকে যাওয়া মানেই কেবল সাজেকের লাল-নীল রঙে নির্মাণ করা উঁচু উঁচু রিসোর্ট, কটেজ দেখে ফিরে আসা নয় সাজেক যাওয়ার উদ্দেশ্যই হলো দীঘিনালা থেকে সাজেক পর্যটন পর্যন্ত যেসব প্রাকৃতিক দৃশ্য রয়েছে, সেগুলো উপভোগ করা সাজেক যেতে যেতে অথবা সাজেক থেকে ফিরতে ফিরতে দীর্ঘ রাস্তার মধ্যে কোথাও গাড়ি থামিয়ে বিশ্রাম নিয়ে কোনো কিছুর ছবি তোলা, চা পান করা অথবা প্রকৃতির ডাকে সাড়া দেয়া যায় তাহলে তো আরও ভালো লাগবে

সতর্কতা : প্রতিদিন বেলা ১১টার সময় বাঘাইহাট বাজার থেকে একসঙ্গে সেনাবাহিনীর প্রহরা নিয়ে সাজেকের উদ্দেশে রওনা দিতে হয় সেনাবাহিনীর স্কট মাসালং সেনাক্যাম্প পর্যন্ত পৌঁছে দিলে সেখান থেকে পুলিশ সাজেক পৌঁছে দেয় ঠিক ফেরত আসার সময়ও একই নিয়মে আসতে হবে

এভাবে দুই থেকে তিনবার স্পট পরিবর্তন করতে পর্যটকদের দীর্ঘক্ষণ গাড়িতে বসে গরম রোদ সহ্য করতে হয় এই গরমে সহ্য করতে না পেরে কেউ কেউ বমি করে দিতে পারে, মাথাব্যথা হতে পারে, রক্তচাপ বাড়তে পারে সুতরাং সাজেকে যাওয়ার আগে বিষয়গুলো মাথায় রেখে আগাম ব্যবস্থা নিলে  ভালো হয়

যা- হোক, এত নিয়মের মধ্যেও শত কষ্ট করে সাজেকে পৌঁছতে পারলে সব কষ্ট ভুলে যেতে পারবেন এক নিমেষেই রাত যাপন করতে পারলে রাতের দৃশ্য আর সবার দৃশ্য



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft