বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বেকার নাগরিকদের ভাতা দেবে ফিনল্যান্ড
Published : Wednesday, 4 January, 2017 at 6:00 AM, Count : 183

বর্তমান ডেস্ক : বেকার নাগরিকদের প্রতি মাসে ৫৬০ ইউরো বা ৫৮৭ মার্কিন ডলার (প্রায় ৪৬ হাজার টাকা) ভাতা দেয়ার ঘোষণা দিয়েছে প্রথম ইউরোপের অন্যতম কল্যাণমুখী রাষ্ট্র ফিনল্যান্ড সামাজিক পরীক্ষামূলকভাবে নেয়া এই পদক্ষেপ দেশটির আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য কমানোর পাশাপাশি দারিদ্র্য দূর করে কর্মসংস্থান বাড়াবে বলে আশা করা হচ্ছে সোমবার ফিনল্যান্ডের সোস্যাল ইন্স্যুরেন্স ইনস্টিটিউশন- কেলার কর্মকর্তা ওল্লি কানগাস সরকারের এই নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন মঙ্গলবার মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কেলার কর্মকর্তা ওল্লি কানগাস জানান, শুরুতে দ্বৈবচয়নের ভিত্তিতে দুই হাজার নাগরিককে বাছাই করে এই বেকার ভাতা দেয়া হবে বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বেকার ভাতা প্রাথমিকভাবে নির্বাচিত এই দুই হাজার বেকার নাগরিককে প্রতি মাসে ৫৬০ ইউরো বা ৫৮৭ মার্কিন ডলার করে দেয়া হবে এই অর্থ তারা কোনো কাজে ব্যয় করবে, সে সম্পর্কে কোনো বিধিনিষেধ থাকবে না তবে নির্বাচিত বেকারদের কেউ এরই মধ্যে কোনো ধরনের ভাতা পেয়ে থাকলে ওই টাকার অঙ্ক বাদ যাবে ৫৬০ ইউরো থেকে সরকারি তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের বেসরকারি খাতে একজন কর্মীর গড় মাসিক আয় সাড়ে তিন হাজার ইউরো ওল্লি কানগাস জানান, বেকারদের মধ্যে যে নিরুত্সাহী হওয়ার সমস্যাকে দূর করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য তিনি আরও জানান, কোনো কিছু হারিয়ে ফেলার যে ভয় মানুষের মধ্যে রয়েছে, তা দূর করবে এই উদ্যোগ আর এই বেকার ভাতার আওতাধীন কোনো ব্যক্তি চাকরি পাওয়ার পরও প্রতি মাসের ৫৬০ ইউরো ভাতা পেতে থাকবেন

ফিনল্যান্ডের বর্তমান জটিল সামাজিক সুরক্ষা ব্যবস্থার অধীনে কোনো ব্যক্তি কোনো চাকরিতে যোগ দিলে তিনি সামাজিক সুরক্ষা ভাতা থেকে বঞ্চিত হন যে কারণে অনেকেই সুরক্ষা ভাতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় স্বল্পবেতন বা অস্থায়ী চাকরির সুযোগকে প্রত্যাখ্যান করতে পারেন কানগাস বলেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে দেখতে চাই যে বেকাররা কেমন আচরণ করেন

এই পরীক্ষামূলক উদ্যোগ কি তাদের নিজেদের বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োজিত হতে সাহসী করবে? নাকি সমালোচকরা যেমনটি দাবি করছেন, সেই অনুযায়ী তারা কোনো কিছু না করেই মাসিক ভাতা পাওয়ার জন্য অলস হয়ে বসে থাকবে? তিনি আরও জানান, বেকার ভাতার এই পরীক্ষামূলক উদ্যোগ পরবর্তী সময়ে ফ্রিল্যান্সার, ক্ষুদ্র উদ্যোক্তা বা খণ্ডকালীন চাকরিজীবীর মতো স্বল্প আয়ের নাগরিকদের মধ্যেও ছড়িয়ে দেয়া হতে পারে ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ৫৫ লাখ

দেশটিতে গত নভেম্বর মাসের তথ্য অনুযায়ী বেকার জনগোষ্ঠীর পরিমাণ শতকরা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft