বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
নতুন বছরে মাহি
Published : Wednesday, 4 January, 2017 at 6:00 AM, Count : 135

শেখ রাজিয়া সূলতানা : মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ২০১২ সালে ভালোবাসার রং ছবির মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় হাজির হন তিনি এরপর অগ্নি ওয়ার্নিং ভালোবাসা আজকাল দবির সাহেবের সংসার হানিমুন অনেক সাধের ময়নাসহ বেশকিছু ছবিতে কাজ করেন তবে গত বছরের মে মাসে এই অভিনেত্রী হঠাত্ বিয়ের পিঁড়িতে বসেন এরপর তিনি অর অভিনয় করবেন কি-না তা নিয়ে জোর আলোচনা শুরু হয় তবে গত বছরে কয়েকটি ছবিতে কাজ করেন তিনি

নতুন বছরে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জানিয়ে মাহি বলেন, গত বছরটা ভালোই কেটেছে ওই বছরের শুরুর দিকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত কৃষ্ণপক্ষ ছবিটি থেকে সাড়া পেয়েছি এরপর আরও কয়েকটি ছবির কাজ শুরু করলেও বর্তমানে গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন- কাজ করছি ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী আমরা দুজনে গত বছর জুটি বেঁধে কাজ করেছি আশা করছি দর্শকরাও উপভোগ করবেন

আর নতুন বছরে আরও তিনটি কাজ করতে যাচ্ছি শিগগিরই ছবিগুলোর নাম জানাব

উল্লেখ্য, গত বছর মাহি অভিনীত কৃষ্ণপক্ষ অনেক দামে কেনা ছবি দুটি মুক্তি পায় এছাড়া গত ১১ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নম্বর ফ্লোরে প্রেমের বাঁধন ছবির মহরত অনুষ্ঠিত হয় আর গত ২১ ডিসেম্বর থেকে ছবির প্রথম ধাপের কাজ শুরু হয় বাপ্পি মাহি ছাড়া এতে আরও অভিনয় করছেন তানিন সুবাহ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft