শিরোনাম: |
তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আয় ১ হাজার ২১৬ কোটি টাকা
|
বর্তমান প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি খাতে আউটসোর্সিং থেকে প্রতিনিয়ত বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কম্পিউটার ডাটা প্রসেসিং ও হোস্টিং, কম্পিউটার সফটওয়ার রফতানি এবং কম্পিউটার পরামর্শক সেবা এই তিন খাত থেকে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা আয় করে। এর মধ্যে কম্পিউটার ডাটা প্রসেসিং ও হোস্টিং সেবা আউটসোর্সিং হিসেবে পরিচিত। তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আয়ে বর্তমানে সব থেকে বড় মাধ্যম এটি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, তথ্যপ্রযুক্তি খাত থেকে সর্বশেষ অর্থবছরে (২০১৫-১৬) বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১৫ কোটি ২০ লাখ ডলার বা ১ হাজার ২১৬ কোটি ১৬ লাখ টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)। যা আগের বছরের থেকে ১৫ শতাংশ বা ১৫৪ কোটি ৮৮ লাখ টাকা বেশি। অথচ ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের শীর্ষ মাধ্যম ছিল সফটওয়্যার রফতানি। ২০১৩-১৪ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৪ কোটি ৩২ লাখ টাকা। অর্থাত্ ওই অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতের মোট বৈদেশিক আয়ের ৫০ শতাংশের ওপরে ছিল সফটওয়্যার রফতানির মাধ্যমে আয়। গত দুই বছরে তথ্যপ্রযুক্তি খাতের আয় এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে আয়ে বড় ধরনের উন্নতি হলেও, সফটওয়্যার রফতানি আয়ে নেতিবাচক প্রভাব বিরাজ করছে। তবে ২০০৯-১০ অর্থবছরের পর থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত সফটওয়্যার রফতানি থেকে বৈদেশিক মুদ্রার আয় ধারাবাহিক ভাবে বেড়ে ছিল। এদিকে ২০১৫-১৬ অর্থবছরে কম্পিউটার পরামর্শ সেবা থেকেও বৈদেশিক মুদ্রা আয় কমেছে। অর্থবছরটিতে কম্পিউটার পরামর্শ সেবার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৭৯ কোটি ৩৬ লাখ টাকা। যা আগের অর্থবছরে (২০১৪-১৫) ছিল ৮৬ কোটি ৭২ লাখ টাকা। অর্থাত্ এক বছরে এ খাতের আয় কমেছে ৭ কোটি ৩৬ লাখ টাকা। এর আগে ২০১১-১২ অর্থবছরেও কম্পিউটার পরামর্শ সেবা খাতের বৈদেশিক মুদ্রা আয় আগের অর্থবছরের তুলনায় কমেছিল। ওই অর্থবছরটিতে আয় হয়ে ছিল ৩৮ কোটি ৮০ লাখ টাকা। তার আগের অর্থবছরে (২০১০-১১) এ খাত থেকে আয় হয়ে ছিল ৪০ কোটি ৯৬ লাখ টাকা। অবশ্য ২০১১-১২ অর্থবছরের পর টানা তিন অর্থবছর কম্পিউটার পরামর্শ সেবা থেকে বৈদেশিক মুদ্রা আয় বাড়ে। এর মধ্যে ২০১২-১৩ অর্থবছরে ৪৪ কোটি এবং ২০১৩-১৪ অর্থবছরে ৬৮ কোটি ৫৬ লাখ টাকা আয় হয়। তথ্যপ্রযুক্তি খাতের বৈদেশিক মুদ্রা আয়ের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে তথ্যপ্রযুক্তি খাতে রফতানি আয় বেড়েছে প্রায় সাড়ে ৪ গুণ। ২০০৯-১০ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয় ছিল ২৮২ কোটি ৮০ লাখ টাকা। যা ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ১ হাজার ২১৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে |