শিরোনাম: |
বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা
ফিরলেন তাইজুল ও শুভাগত
|
ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে
তিনটি টি-টোয়েন্টি ম্যাচের
জন্য ১৫
সদস্যের দল
ঘোষণা করেছে
বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)।
দলে ফিরেছেন
তাইজুল ইসলাম
ও শুভাগত
হোম চৌধুরী। তাছাড়া
দলে রয়েছেন
পেসার শুভাশীষ
রায়। প্রত্যাশিতভাবে দলে
ফিরেছেন উদ্বোধনী
ব্যাটসম্যান ইমরুল
কায়েস, পেসার
রুবেল হোসেন
ও তরুণ
অলরাউন্ডার মোসাদ্দেক
হোসেন।
প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা হারানো সৌম্য টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। অভিষেক ওয়ানডে সিরিজে ২ ম্যাচ মিলিয়ে ১০ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন তানবীর হায়দার। দুই ইনিংসে ৫ রান করে আউট হওয়া এই লেগ স্পিন অলরাউন্ডারের সুযোগ হয়নি টি-টোয়েন্টি দলে। ওয়ানডে সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ না খেলার সুযোগ মেলেনি মেহেদী হাসান মিরাজের। প্রথম টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে নেই এই তরুণ। নিউজিল্যন্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ করে নেলসন ত্যাগ করে তারা। নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টায় একটি ভাড়া করা বিমানে শেষ দুই ওয়ানডের ভেন্যু নেলসন ছাড়ে মাশরাফি বাহিনি। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি শেষে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলতে আগামী ৪ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে যাওয়ার কথা রয়েছে তাদের। প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এ জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৬ জানুয়ারি সকাল ৮টায় এবং শেষ ম্যাচটি ৮ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে। প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম চৌধুরী, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান। |