শিরোনাম: |
বিদায় ২০১৬
স্বাগত ২০১৭
|
বর্তমান প্রতিবেদক : প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উঠবে। দশ দিগন্তে আলো ছড়াবে। দিন ফুরিয়ে আবার রাত আসবে। রাতের পরিক্রমায় দিন। কালের পরিক্রমায় আবহমানকাল চলছে এ নিয়ম। আজকে যে সূর্যটা উঠেছে তা নতুন বছরের। নতুন আশার। নতুন কিছুর প্রতিক্ষার। সূর্যটা যে আলো ছড়াবে তা সারা বছরের প্রতিবিম্ব। এই আলোতে মিশে আছে পুরো বছরটা কেমন কাটবে। বছরের শেষ দিনের সূর্যটা ডুবেছে গতকাল। বিদায়-২০১৬। আজ প্রভাতে জেগেছে নতুন বছরের সূর্য। সামনের বছরটা শুধুই হোক সফলতা আর প্রাপ্তির। শুভ নববর্ষ-২০১৭। নতুন বছর উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া |