শিরোনাম: |
১৩ বছর পর তপন চৌধুরী
|
শেখ রাজিয়া সূলতানা : ১৩ বছর পর নতুন অ্যালবামে ফিরছেন দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। এরই মধ্যে সঙ্গীতে চার দশক অতিক্রম করেছেন তিনি। তাই এই অ্যালবামটিকে ঘিরে তার সঙ্গীত জীবনের চার দশক পূর্তি উত্সবও আয়োজন হতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজনে। গত এক যুগ ধরে নতুন অ্যালবাম প্রকাশের কথা বললেও সেটি হয়নি। তবে এবার বিয়ষটি চূড়ান্ত করেছেন তপন চৌধুরী। তার সর্বশেষ অ্যালবাম ছিল ‘যেতে হবে বহুদূর’। এটি প্রকাশ হয়েছিল ২০০৩ সালে। আর তপন চৌধুরীর মুক্তিপ্রতীক্ষিত নতুন অ্যালবামের নাম ‘ফিরে এলাম’। এটি বাংলা ঢোলের ব্যানারে প্রকাশ পাবে নতুন বছরের ৭ জানুয়ারি। একই দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে নানা আয়োজনে পালিত হবে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের চার দশক পূর্তি উত্সব। অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে সেই উত্সবে। এ বিষয়ে তপন চৌধুরী বলেন, ১৩ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এটাতো আসলেই আমার ফিরে আসা। নামটাও রেখেছি তাই এ বিষয়টি চিন্তা করেই। গত ১২ বছরে আমি অনেক গান তৈরি করেছি কানাডা ও বাংলাদেশের বিভিন্ন স্টুডিওতে। কিন্তু সব মিলিয়ে ব্যাটে বলে মিলেনি। তবে এবার বিলম্ব হলেও নিজের পছন্দমতো গান নিয়ে ফিরছি। এদিকে তপন চৌধুরীর ‘ফিরে এলাম’ অ্যালবামে গান থাকছে মোট ৭টি। এর মধ্যে ২টি গান পুরনো। পাঁচটি গান |