শিরোনাম: |
রাজশাহী অঞ্চলে রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ
|
রাজশাহী ব্যুরো : রাজশাহীর অঞ্চলে অতীতের সব মৌসুমকে ছাড়িয়ে এবারে গতবারের চেয়ে দ্বিগুণ পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। এতে করে যেমন চাষিরা রয়েছেন আতঙ্কে অন্যদিকে বেঁধেছেন আশার আলো। অপেক্ষা করতে হবে আলু উত্তোলন পর্যন্ত। রাজশাহীর তানোর এলাকার কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধান কাটা মাত্রই পড়ে আলু লাগানোর হিড়িক। উপজেলার এমন কোনো ধানী জমির মাঠ নেই যে সেখানে আলু চাষ হচ্ছে না। প্রতিবছর আলু তানোরের কৃষকদের ভাগ্য বদল করেছে যেমন, তেমনিভাবে ক্ষতির সম্মুখীনও হয়েছে অনেকেই। তারপরেও থেমে নেই কৃষকরা। লাভের আশায় প্রায় কৃষকরা আলু চাষে ঝুঁকে পড়েছেন। শীতের রাত জেগে বিরামহীন পরিশ্রম করছেন চাষিরা। প্রচণ্ড শীতে রাত জেগে আলু জমিতে দিচ্ছেন পানির সেচ। বেশির ভাগ জমিতে আলু রোপণ হয়ে গেছে। অল্প সামান্য পরিমাণ জমি হয়তোবা আছে বাকি। আমন ধান কাটার সঙ্গে সঙ্গে ট্রাক্টর নামিয়ে দ্রুত চাষ দিয়ে আলু রোপণ করে ফেলেছেন চাষিরা। গুবিরপাড়া গ্রামের দরিদ্র কৃষক হান্নান জানান, গত বছরে দেড় বিঘা জমিতে আলু চাষ করে মোটামুটি লাভ পেয়েছিলাম। এবারে লাভের আশায় আড়াই বিঘা জমিতে আলু চাষ করছি। গুবিরপাড়া গ্রামের চাষি হালিম যিনি সব রকমের চাষাবাদ করে থাকেন। কৃষক হালিম জানান, গত বছর ২৮ বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। এবারে কমিয়ে ১৮ বিঘাতে আলু চাষ করেছি। বাকি জমিতে অন্য সবজির চাষাবাদ করেছেন বলে জানান। একই গ্রামের কৃষক আবদুল মান্নান গত বছর ১৫ বিঘা জমিতে আলু চাষ করলেও এবারে বাড়িয়ে ২২ বিঘা জমিতে আলু চাষ করছেন। তার ভাই মনিরুজ্জামান ৫ বিঘা জমিতে আলু চাষ করে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি শঙ্কা প্রকাশ করে জানান, যে হারে আলু চাষ হয়েছে এক প্রকার শঙ্কা কাজ করছে ভেতরে। আরেক চাষি কাবিল গত বছর ৪ বিঘা জমিতে আলু চাষ করে লাভ ভালো পাওয়ায় এবারে তিনি ৮ বিঘা জমিতে আলু চাষ করছেন। তানোরে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অনেক চাষির জমিতে গজিয়ে উঠেছে আলুর সবুজ গাছ আবার অনেকে আলু রোপণ করে প্রথমবারের মতো দিচ্ছেন সেচ। যাদের জমিতে গাছ বেরিয়েছে তারা পরিচর্যা নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এছাড়া চাপড়া গ্রামের চাষি এমদাদুল জানান, গত বছর ৩ বিঘা জমিতে আলু চাষ করলেও এবারে তিনি ৭ বিঘা জমিতে আলু চাষ করছেন। একই এলাকার সাইদুল গত বছর ১০ বিঘা জমিতে আলু চাষ করলেও এবারে বাড়িয়ে ১২ বিঘা জমিতে আলু চাষ করছেন বলে জানান। কৃষি অফিস সূত্রে জানা যায়, গত মৌসুমে আলু চাষ হয়েছিল ৮ হাজার হেক্টর জমিতে। এবার বেড়ে দাঁড়িয়ে ে১৫ থেকে ১৬ হাজার হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। যা |