মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ৯ পৌষ ১৪৩১
জামালপুরে পোষা মৌমাছি দিয়ে মধু সংগ্রহ
Published : Saturday, 17 December, 2016 at 6:00 AM, Count : 177

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সাত উপজেলার মাঠে মাঠে এখন নয়নাভিরাম সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য পুরো মাঠ যেন ঢেকে রয়েছে অপার সুন্দর এক হলুদ গালিচায়

এদিকে, সরিষা ফুলের মধু সংগ্রহে এসব জমির পাশে পোষা মৌমাছির শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মৌয়ালরা এসব বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে যেন মধু সংগ্রহে পেশাদার মৌয়ালদের মহোত্সব চলছে অপরূপ দৃশ্যে মুগ্ধ স্থানীয় শিশু-কিশোর থেকে প্রকৃতিপ্রেমী মানুষরা

সরেজমিন ইসলামপুর উপজেলার গাইবান্ধা, চরপুটিমারী, চরগোয়ালিনী, গোয়ালেরচর এবং পলবান্ধা এলাকা ঘুরে দেখা গেছে সেখানকার বেশিরভাগ ফসলি জমিতে সরিষার আবাদ করা হয়েছে এসব জমিতে সরিষার ফুলও ফুটতে শুরু করেছে এসব ফুলের মধু আহরণে নেমেছেন মৌয়ালরা তাদের বাক্স থেকে দলে দলে উড়ে যাচ্ছে পোষা মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে আর সংগ্রহ করছে মধু মুখভর্তি মধু সংগ্রহ করে এরা ফিরে যাচ্ছে মৌয়ালদের বাক্সে রাখা মৌচাকে সেখানে সংগৃহীত মধু জমা করে আবার ফিরে আসছে সরিষার জমিতে এভাবে দিনব্যাপী মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করে, আবার বিভিন্ন ফুলে ঘুরে বেড়াতে গিয়ে পুরো জমির পরাগায়নেও সহায়তা করে মৌসুমে মৌয়ালরা পোষা মৌমাছি দিয়ে প্রচুর মধু উত্পাদন করে যেমন লাভবান হচ্ছেন, তেমনি মৌমাছির ব্যাপক পরাগায়নে সরিষার বাম্পার ফলন হওয়ায় চাষিরাও হচ্ছেন লাভবান

ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় গ্রামে সরিষার ফুল থেকে পোষা মৌমাছি দিয়ে মধু সংগ্রহে আসা কিশোরগঞ্জের পেশাদার মৌয়াল আবদুর রহিম জানান, তিনি প্রতিবছরের ন্যায় বছরও পোষা মৌমাছির ১৫০টি বাক্স নিয়ে সরিষা ফুলের মধু সংগ্রহে ইসলামপুরে এসেছেন তিনি বছর প্রতি সপ্তাহে গড়ে আট মণ মধু সংগ্রহ করতে পারছেন একই উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচরচর এলাকায় সরিষা ফুলের মধু সংগ্রহে আসা মধুপুরের পেশাদার মৌয়াল সোহরাব হোসেন জানান, তিনি এক মাস ধরে পোষা মৌমাছির ১২০টি বাক্স নিয়ে সরিষার ফুলের মধু সংগ্রহ করছেন এখানে সরিষার ফুল মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করে তিনি যেমন লাভবান হচ্ছেন, তেমনি মৌমাছির ব্যাপক পরাগায়নে সরিষার বাম্পার ফলন হওয়ায় স্থানীয় চাষিরাও লাভবান হচ্ছেন মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর দেশের বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক পেশাদার মৌয়াল জামালপুরের সাত উপজেলায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কাজ করছেন এসব মধু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন মৌয়ালরা আবার মধ্যস্বত্বভোগীরা মধু বিদেশ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছেন

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক . রফিকুল



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft