শিরোনাম: |
সৌম্যেই জয় পেল বাংলাদেশ
|
ক্রীড়া ডেস্ক : বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়েও জ্বলে উঠলেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহর জোড়া ছক্কায় সহজ হলো রান-বলের টানাপড়েন। সিডনিতে প্রথম প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশ। নর্থ সিডনি ওভালে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তুলেছিল বিগ ব্যাশের দল সিক্সার্স। ইনিংস বিরতিতে বৃষ্টি এসে খানিকটা সহজ করে দেয় বাংলাদেশের লক্ষ্য। ৮ ওভারে প্রয়োজন ছিল ৮৪ রান। বাংলাদেশ লক্ষ্য ছুঁয়ে ফেলেন শেষ ওভারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ নাম নিয়ে খেলা এই ম্যাচে খেলেননি খেলেননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আর অস্ট্রেলিয়ার টেস্ট দলে থাকা মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হেইজেলউডদের বাদ দিলে সিক্সার্স খেলিয়েছে তাদের মূল দলটিকেই। নেতৃত্ব দিয়েছেন ইয়োহান বোথা। দুই বিদেশি ক্রিকেটার জেসন রয় ও স্যাম বিলিংসের সঙ্গে খেলছেন ব্র্যাড হ্যাডিন, শন অ্যাবটরা। রান তাড়ায় ইমরুল কায়েসের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করেন সৌম্য। শুরুটা ছিল দুর্দান্ত। সিক্সার্স অধিনায়ক ইয়োহান বোথার করা ইনিংসের প্রথম ওভার থেকেই আসে ১৭ রান! সুইপ করে বোথাকে ছক্কা মারেন ইমরুল। সোজা ড্রাইভে বাউন্ডারির পর ওভারের শেষটাও সৌম্য করে আরেকটি চারে। দ্বিতীয় ওভারে আরেক স্পিনার সৌমিল চিবারের বলে পুল করে সৌম্যর ছক্কা। তবে মুত্তিয়া মুরালিধরনর মতো অ্যাকশনের এই অফ স্পিনার ওই ওভারেই বোল্ড করে দেন ইমরুলকে (১২)। পরের ওভারে ২০ রান করা সৌম্যকেও ফেরান তিনি। মাঝে রায়ান কার্টার্স বোলিংয়ে এসেই ফেরান তিনে নামা সাব্বির রহমানকে (১)। দ্রুত উইকেট হারিয়ে হঠাত্ করেই জমেছিল খানিকটা শঙ্কার মেঘ। ৪ ওভারে প্রয়োজন ছিল ৪১। তবে পঞ্চম ওভারেই শঙ্কা দূর মাহমুদউল্লাহর ব্যাটে। কার্টার্সকে ছক্কা মারেন লং অন দিয়ে আর কাট করে। ওই ওভারেই আসে ২১ রান! শেষ দিকে সময়ের দাবি মেটান মুশফিকুর রহিমও। তাতে শেষ পর্যন্ত জয় ধরা দেয় অনায়াসেই। ১৩ বলে ২৮ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ, ১৫ রানে মুশফিক। ম্যাচের প্রথম ভাগে টস হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্সকে উড়ন্ত সূচনা এনে দেন রয় ও ড্যান হিউজ। প্রথম ওভারে রান ছিল ৫। দ্বিতীয় ওভার থেকেই ঝড়ের শুরু। ক্রমে বাড়তে থাকে তীব্রতা। তৃতীয় ওভারে শুভাশীষ রায়কে বিশাল ছক্কায় ওড়ান রয়। ইংলিশ ব্যাটসম্যান ওই ওভারে মারেন আরও দুটি চার। পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুতই রয়কে ছাড়িয়ে যান হিউজ। পাওয়ার প্লের মধ্যে স্পিনার তাইজুল ইসলামকে আক্রমণে এনেও লাভ হয়নি। ৬ ওভারে সিক্সার্স তুলে ফেলে ৬৪ রান! বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় এর পরই। ৩১ বলে ৪৭ রানে এলবিডব্লিউ হন হিউজ। তিনে নেমে হ্যাডিন শুরু করেন ছক্কায়। তবে শেষও ওখানেই। |