শিরোনাম: |
বিজয় দিবসে আলোর পথে
|
বিনোদন প্রতিবেদক : এবারের বিজয় দিবসে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। অনেক দিন পর টিভি পর্দায় ফিরছেন তিনি। নাটকের নাম ‘আলোর পথে’। আগামী ১৬ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হবে। প্রয়াত আবদুল্লাহ আল মামুন ‘চারদিকে যুদ্ধ’ মঞ্চনাটকের অনুপ্রেরণায় এই টিভি নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকটিতে আবদুল কাদের ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, মৌটুসি বিশ্বাস, অর্ষা, তানভীর, শহিদুল আলম সাচ্চু, কিসলু আহমেদ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, সালাম সাহেব একজন মুক্তিযোদ্ধা। তার বড় ছেলে ফারহান পড়াশোনা শেষে চাকরি খুঁজছে। ছোট ছেলে মনির এলাকায় মাস্তান হিসেবেই পরিচিত। অন্যদিকে, একাত্তরের রাজাকার ও রাজাকারের দোসর সেকান্দার ও শিকদার টাকার পাহাড় গড়ে তুলেছে। স্বাধীন বাংলায় আজ তাদের দাম্ভিকতা ও কটূক্তি প্রতিনিয়ত দগ্ধ করে মুক্তিযোদ্ধা সালামকে। এলাকার সবার পরিচিত মেয়ে জুঁই। বেশ রাত করে বাড়ি ফেরে সে। এক পর্যায়ে জুঁইয়ের সঙ্গে পরিচয় হয় ফারহানের। কিন্তু গল্পের শেষে জুঁই ও মনিরকে পাওয়া যায় নতুন পরিচয়ে। মহান বিজয় দিবস উপলক্ষে এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘আলোর পথে’। |