শিরোনাম: |
শীতের ভ্রমণে সেন্টমার্টিন
|
শীত এসে গেছে। স্কুল-কলেজের পরীক্ষা শেষে দীর্ঘ দিনের ছুটি শুরু হচ্ছে ডিসেম্বর থেকে। বছরের টানা কর্মব্যস্ত সময়কে পেছনে ফেলতে ঘুরে আসুন প্রবালদ্বীপ খ্যাত সেন্টমার্টিন থেকে। পরিবার, বন্ধু, সহকর্মীদের সঙ্গে নিয়ে আয়োজন করতে পারেন বারবিকিউ পার্টি। অবস্থান কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। এই দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। এই দ্বীপকে ‘নারিকেল জিঞ্জিরা’ও বলা হয়। মূল দ্বীপ ছাড়াও আরও একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা ‘ছেড়াদ্বীপ’ নামে পরিচিত। বর্ণনা যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল। আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। অগভীর দীর্ঘ সমুদ্রতট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি, সাগর তীরে বাঁধা মাছ ধরার নৌকা ও ট্রলার এসবই সেন্টমার্টিন দ্বীপের বৈশিষ্ট্য। যা ছোট্ট এই দ্বীপটিকে করেছে অনন্যসুন্দর। এর স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ এবং প্রবাল এই দ্বীপের অন্যতম আকর্ষণ। কীভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি বাসে টেকনাফ গিয়ে সেখান থেকে সেন্টমার্টিন যেতে পারেন। ঢাকা থেকে টেকনাফ যায় সেন্টমার্টিন পরিবহন, এস আলম সার্ভিস, সৌদিয়া পরিবহন ইত্যাদি। যেতে সময় লাগবে প্রায় ১১-১২ ঘণ্টা। বাস ভেদে ভাড়া পড়বে ১,০০০-২,৫০০ টাকা। তাছাড়া ঢাকা থেকে বিমানেও সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজার থেকে লোকাল বাসে টেকনাফ যাওয়া যায়। টেকনাফ থেকে শিপে সেন্টমার্টিন যেতে হয়। শিপের মধ্যে উল্লেখযোগ্য কুতুবদিয়া, কেয়ারী সিন্দাবাদ, গ্রিন লাইন ইত্যাদি। আপ-ডাউন ভাড়া পড়বে ৫৫০-১,২০০ টাকা। জেটি ঘাট থেকে প্রতিদিন শিপ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় সকাল ৯.০০-৯.৩০ মিনিটে এবং সেন্টমার্টিন থেকে ফেরত আসে বিকেল ৩.০০-৩.৩০ মিনিটে। কোথায় থাকবেন সেন্টমার্টিনে থাকার জন্য বেশ কয়েকটি উন্নতমানের হোটেল ও কটেজ রয়েছে। তবে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। নতুবা থাকার জন্য ভালো জায়গা পাওয়া যাবে না। থাকার জন্য উল্লেখযোগ্য হোটেল হলো- সি ভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস, ব্লু মেরিন রিসোর্ট, সীমানা পেরিয়ে, প্রাসাদ প্যারাডাইস, লাবিবা বিলাস প্রভৃতি। ভাড়া পড়বে রুমভেদে ১,৫০০-৫,০০০ টাকা। কোথায় খাবেন পর্যটকদের খাবারের জন্য রয়েছে বেশকিছু হোটেল ও রেস্তোরাঁ। তার কয়েকটি হলো- সি ভিউ রেস্তোরাঁ, বিচ পয়েন্ট, হোটেল আল্লার দান, বাজার বিচ, আসাম হোটেল, সি বিচ, সেন্টমার্টিন ইত্যাদি। সতর্কতা প্রবালের ওপর হাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে নতুবা পা কেটে যেতে পারে। ভাটার সময় বিচে না নামাই ভালো। যেহ |