শিরোনাম: |
রাঙ্গাবালীর ৮ গ্রামে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা
|
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা : স্বাধীনতার পর দীর্ঘ ৪৫ বছর পার হয়ে গেলেও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রত্যন্ত জনপদ চরবেষ্টিন নদীর ওপর আজও কোনো সেতু নির্মিত হয়নি। এখনও বাঁশের সাঁকো দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে এই নদী পার হতে হয় ৮টি গ্রামের মানুষকে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিনের খালটি এক সময়ে খরস্রোতা নদী ছিল। এ নদী দিয়ে চরফ্যাশন উপজেলার কুকরিমুকরি যেতে সোজা পথ হিসেবে ব্যবহার হতো। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মিত হওয়ায় বড় নদী বদ্ধ জলাশয়ে পরিণত হয়। নদীর দুই তীরে ও আশপাশে গড়ে উঠেছে ৮টিরও বেশি গ্রাম। গ্রামের মানুষ পারাপারের জন্য চরবেষ্টিন প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে একটি বাঁশের সাঁকো তৈরি করে। সময়ের ব্যবধানে এ এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রায় ২শ’ ফুট লম্বা বাঁশের সাঁকো পার হতে হয়। ভারী মালামাল সাঁকোর ওপর উঠাতে না পারায় নদীর দুই তীরের নিকটবর্তী গ্রামে পৌঁছতে ৩ থেকে ৪ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। পারাপারের অসুবিধার কারণে এলাকায় |