মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
রংপুরের জয়ে বিদায় বরিশাল ও কুমিল্লার
Published : Saturday, 3 December, 2016 at 6:00 AM, Count : 399

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৯তম ম্যাচে রংপুরের সাথে হেরে এবারের মতো বিপিএল শেষ করলো বরিশাল বুলস। গতকাল শনিবার মিরপুরে নিজেদের শেষ ম্যাচে রংপুরের সাথে ২৯ রানে হেরেছে মুশফিক শিবির।

বিপিএলে ১২ ম্যাচ খেলে বরিশাল হেরেছে ৮টি ও জিতেছে চারটি। রংপুরের জয়ে অন্যদিকে কপাল পুড়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৮। শেষ ম্যাচে জিতলেও শেষ চারের সম্ভাবনা নেই মাশরাফি শিবিরের।

পয়েন্ট তালিকায় সবার ওপরে সাকিব আল হাসানের ঢাকা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত তাদের। বিপিএলে শেষ চারে উঠতে এখন লড়াই বাকি চার দলের মধ্যে। ১১টি করে ম্যাচ খেলে তিনটি দলের পয়েন্ট ১২ করে। দলগুলো হলো চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন রাজশাহী কিংস।

মিরপুরে রংপুরের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় বরিশাল। ওপেনার রায়াদ এমরিত ১ রান করে সোহাগ গাজীর বলে ক্যাচ আউট হন। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মুশফিকুর রহিম ফেরেন ব্যক্তিগত ১ রানে। দলীয় ১৬ রানে সোহাগ গাজীর দ্বিতীয় শিকার হন তিনি। এরপর সাজঘরে ফেরেন জীবন মেন্ডিস ১২, ফজলে মাহমুদ ২১, ওপেনার ডেভিড মালান ৩০, পেরেরা ২৪ ও শাহরিয়ার নাফিস ১৪ রানে। ১৫.৫ ওভারে সাত উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১০৯ রান। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১০ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে বরিশাল। রংপুরের হয়ে সোহাগ গাজী, আফ্রিদি, রুবেল হোসেন ও ডসন দুটি করে উইকেট নেন।

এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে সৌম্য সরকারের উইকেট হারায় রংপুর। মাত্র ১৭ রান করেই আউট হন বাঁহাতি ওপেনার। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিঠুন।

১৪.২ ওভারে দলীয় ১০৫ রানের মাথায় শেহজাদকে হারায় তারা। ৪০ বলে ৪৮ রান করেন আফগান ক্রিকেটার। এরপর শহীদ আফ্রিদির ব্যাটিং ঝড় উঠতে না উঠতেই নিভে যায়। ব্যক্তিগত ৭ রান করে কামরুল ইসলাম রাব্বির দ্বিতীয় শিকারে পরিণত হন বুম বুম। মোহাম্মদ মিঠুন ৩৮ করে আউট হন পেরেরার বলে।

শেষ পর্যন্ত মিডল অর্ডারে জিয়াউর রহমান ২৩ ও লিয়াম ডাউসন ৭ রান করে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায় রংপুর।

বরিশালের হয়ে তিসারা পেরেরা ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট ভাগাভাগি করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft