শিরোনাম: |
ত্বকের যত্নে সবচেয়ে ভালো উপায়
|
শীতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। আর শুষ্ক ত্বক নরম রাখতে আমরা তেল লোশন কতকিছুই না ব্যবহার করি। কিন্তু ঘরে বসে প্রাকৃতিক উপায়ে শুষ্ক ত্বকের যত্ন নেয়া যায়, যা ত্বকের জন্য সবচেয়ে ভালো উপায়। আর এসব উপায়ে ত্বক হয়ে উঠবে আরও উজ্জ্বল ও সজীব। চলুন জেনে নেই কী সেই উপায়- ১. একটা পাকা তাজা কলা ভালো করে চটকে নিন। এবার এতে এক চা চামচ মাখন মেশান। মাখনের বদলে মিল্ক ক্রিমও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে এই পেস্ট মুখে লাগান। মাখন বা মিল্ক ক্রিম এবং কলা প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। ২. এক টুকরো পাকা অ্যাভোকাডো আর এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাভোকাডোতে আছে ভিটামিন ‘ই’। এর সঙ্গে অলিভ অয়েল আর্দ্রতা ফিরিয়ে ত্বকের উজ্জ্বল্য বাড়িয়ে তোলে। ৩. গাজর পেস্ট করে নিয়ে তাতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এই মাস্ক এবার মুখে লাগিয়ে নিয়ে ১০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই মাস্ক নিয়মিত লাগালে মুখের কালো ছোপ দূর হবে এবং একই সঙ্গে ত্বক বেশ মসৃণও হবে। ৪.এক টুকরো আলু কুরিয়ে নিয়ে তাতে ১ চা চামচ টক দই মেশান। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। আলুর রস আর টক দই রোদে পোড়া ত্বকে খুব ভালো কাজ দেয়। ৫.আধা চামচ ওটমিল খানিকটা দুধ আর খানিকটা পানি। শুধু দুধও ব্যবহার করা যায়। সব কিছু ভালো করে মিশিয়ে ১৫ মিনিট মুখে লগিয়ে রাখুন। ধোওয়ার আগে হালকা করে ম্যাসাজ করুন। এই মাস্ক ত্বকের ওপরে জমে থাকা মরা কোষ তুলে দেয়। একই সঙ্গে ত্বকের ঝুলে যাওয়াও রোধ করে। ৬.টমেটো আর লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সান ট্যান মেটানোর জন্য এই ফেস মাস্ক খুব কার্যকরী। - জীবনযাপন ডেস্ক |