সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভ
Published : Thursday, 1 December, 2016 at 6:00 AM, Count : 204

বর্তমান ডেস্ক : ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভ হয়েছে আমেরিকাজুড়ে এসময় গ্রেফতার হন বহু কর্মী ফাস্ট ফুড রেস্তোরাঁ, বিমানবন্দরে, বাড়িতে শিশু ও বয়স্কদের পরিচর্যার কাজে নিযুক্ত কর্মীদের ঘণ্টায় মজুরি বাড়িয়ে ১৫ ডলার করাসহ ন্যূনতম মজুরি বাড়ানোর ডাক দিয়ে  এ আন্দোলন করে নিউইয়র্কের ব্রডওয়েতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর সামনে বিক্ষোভ করেন অনেকে  শিকাগোয় ওহারা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ করেন প্রায় ৫০০ কর্মী তাদের দাবি, আমরা বিশেষ কিছু চাইছি না ন্যায্য মজুরি চাইছি নিউ জার্সিতে বিমানবন্দরে মিছিল করেন ধর্মঘটিরা ডেট্রয়েটে রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করলে গ্রেফতার হন অনেকে এর আগে ক্যালিফোর্নিয়ায় গভর্নর জেরি ব্রাউন একটি নতুন আইন আনেন, যেখানে ওই রাজ্যে ঘণ্টায় বাড়িয়ে ২০২২ সালের মধ্যে ১২ ডলার করা হবে কিন্তু এখন সারা আমেরিকায় ন্যূনতম মজুরির হার ঘণ্টায় ৭.২৫ ডলার এটা বাড়িয়ে ঘণ্টায় ২৫ ডলার করা হলেও প্রায় সাড়ে ৩ কোটি কর্মচারী উপকৃত হবেন তারা আমেরিকার মোট কর্মীর এক-চতুর্থাংশ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft