সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
রংপুরকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল ঢাকা
Published : Wednesday, 30 November, 2016 at 6:00 AM, Count : 324

ক্রীড়া প্রতিবেদক : চলমান বিপিএলে বেশ ফর্মে রয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে সাকিব শিবির

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও পোক্ত করল ঢাকা ১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট ঢাকার সেখানে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং ভাইকিংস ১০ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রংপুর রাইডার্স

টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকা করে সাত উইকেটে ১৮৮ রান জবাবে রংপুর রাইডার্স ৮ উইকেটে সংগ্রহ করে ১৪৬ রান

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের টপ অর্ডার পুরোদমে ব্যর্থ ওপেনার নাসির জামসেদ ২১ করলেও আফ্রিদি (০), মিথুন (১), রূপাসিংহে (৮), ডসন (১১) ছিলেন ব্যাকফুটে

শেষের দিকে যা লড়াই করেছেন জিয়াউর রহমান ও সোহাগ গাজীই তারপরও হার এড়াতে পারেনি রংপুর ৪৩ বলে ৬ চার ও তিন ছয়ে সর্বোচ্চ ৬০ রান করেন জিয়াউর রহমান ২৬ বলে ৩৬ রান করেন সোহাগ গাজী

ঢাকার হয়ে আবু জায়েদ তিনটি, সাকিব দুটি, ব্রাভো ও প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন বিস্ফোরক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ঢাকার ওপেনার এভিন লেউইস

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ঢাকা ডায়নামাইটস উদ্বোধনী জুটিতেই ১০৩ রান করেন মেহেদী মারুফ ও এভিন লেউইস আট ছক্কা ও তিন চারে দুর্ধর্ষ ইনিংস খেলেন লেউইস মাত্র ৩৪ বলে খেলেন ৭৫ রানের মারকাটারি ইনিংস

৩১ বলে ৪০ রান করেন আরেক ওপেনার মেহেদী মারুফ তিনি হাঁকিয়েছেন তিনটি করে ছক্কা ও চার অধিনায়ক সাকিব আল হাসানও খারাপ করেননি ২০ বলে তিন চার ও এক ছয়ে খেলেছেন ২৯ রানের ইনিংস ব্রাভো ১৬ ও মোসাদ্দেক ১৪ রানে অপরাজিত থাকেন

রংপুর রাইডার্সের হয়ে ২৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার রুবেল হোসেন সৌম্য সরকার ও জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft