শিরোনাম: |
পানি সম্মেলন
হাঙ্গেরি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
|
বর্তমান প্রতিবেদক : পানি সম্মেলনে যোগ দিতে বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে বুদাপেস্ট পানি শীর্ষ সম্মেলন-২০১৬’-তে অংশ নিতে চার দিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে গতকাল ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট সকাল ৯টায় বুদাপেস্টের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে) বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে মেরামত শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ওই বিমানটি হাঙ্গেরির উদ্দেশে আবার যাত্রা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানান। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্টের ফিরেন্স লিজট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে হাঙ্গেরির সিকিউরিটি পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশনবিষয়ক প্রতিমন্ত্রী ইস্টভ এন মিকোলা, হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরির রাষ্ট্রদূত গাইউলা পেথো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে ফোর সিজন্স হোটেল গ্রিসহাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন। সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট পানি শীর্ষ সম্মেলন (বিডব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাত্ করবেন বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের হাই লেভেল প্যানেল অন ওয়াটার (এইচএলপিডব্লিও)-এর একজন সদস্য। আজ সোমবার পানি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি যোগদান করবেন এবং তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট ও অন্যান্য সম্মানীয় অতিথিদের সঙ্গে একটি সাসটেইনেবল ওয়াটার সল্যুশন এক্সপো পরিদর্শন করবেন। পর দিন তিনি শীর্ষ সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র দেয়া ওয়ার্কিং লাঞ্চে শরিক হবেন। তিনি আগামীকাল মঙ্গলবার সকালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বি-পক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। দ্বি-পক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা, পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগী ও কৃষি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং এফবিসিসিআই ও হাঙ্গেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যেও একটি এমওইউ স্বাক্ষরিত হবে। শেখ হাসিনা আজ সোমবার বিকেলে হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সান্দর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করবেন। তিনি আগামীকাল বুদাপেস্টে ‘হিরোস স্কয়ার’ পরিদর্শন করবেন এবং ফুল দিয়ে হাঙ্গেরি প্রতিষ্ঠায় জাতীয় বীর ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং রাত সাড়ে ১১টায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। পানি সম্মেলনে যোগ দিতে এফবিসিসিআই প্রতিনিধিদল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল গতকাল হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এফবিসিসিআই প্রতিনিধিদল হাঙ্গেরি সফরকালে বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬-এ যোগ দেবেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ হাঙ্গেরির ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে ‘বিজনেজ টু বিজনেস’ সভায় যোগ দেবেন। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ সভায় ‘বাংলাদেশ-হাঙ্গেরি: বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন। এছাড়াও সভায় বাংলাদেশ ওষুধশিল্প সমিতির পক্ষ থেকে ‘বাংলাদেশের ওষুধ খাত: সুলভ মূল্যের ওষুধের উত্স’ এবং বিজিএমইএর পক্ষ থেকে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা’ শীর্ষক দুটি প্রেজেন্টেশন দেয়া হবে। আগামী ৩০ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ওয়াটার সামিট অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। ব্যবসায়ী প্রতিনিধিরা হাঙ্গেরি চেম্বার অব কমার্স আয়োজিত সভায়ও যোগ দেবেন। এ অনুষ্ঠানে এফবিসিসিআই নেতৃবৃন্দ বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ হাঙ্গেরি সফরকালে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এফবিসিসিআই প্রতিনিধিরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় (এসইজেড) হাঙ্গেরির বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে হাঙ্গেরির অধিক পরিমাণে পণ্য আমদানির ওপর গুরুত্বারোপ করবেন। এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলে সংগঠনের প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালকক মো. জসিম উদ্দিন, মো. আমিনুল হক (শামীম), দিলীপ কুমার আগরওয়ালা, শেখ ফজলে ফাহিম, মো. নিজাম উদ্দিন, হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু, মো. আনোয়ার সাদাত সরকার, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, প্রবীর কুমার সাহা, কেএম আখতারুজ্জামান, মো. মুনতাকিম আশরাফ, মাসুদ পারভেজ খান (ইমরান), মো. আবু নাসের প্রমুখ রয়েছেন। |