বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
সিরাজগঞ্জে বাস-ট্যাংকলরি সংঘর্ষ : নিহত ২
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 203

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গ্যাসবাহী ট্যাঙ্কলরি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরো দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ট্যাঙ্কলরির চালকের সহকারী (হেলপার) রফিকুল ইসলাম (৩৫) ও বাসযাত্রী তাজিমুল (৫০)।
নিহত রফিকুল বগুড়া জেলার শাজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে। আর তাজিমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামে।
আহত বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজীবুল করিম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি মঙ্গলবার ভোররাতে খালকুলায় পৌঁছায়। ওই সময় বিপরীতমুখী গ্যাসবাহী ট্যাঙ্কলরির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আর দুজন আহত হন।
এসআই আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত দুজনের মরদেহ থানায় রাখা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft