বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৮ পৌষ ১৪৩১
জানালেন সিইসি
যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি
Published : Tuesday, 17 December, 2024 at 6:00 AM, Count : 171

বর্তমান প্রতিবেদক: যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন আয়োজনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তবে জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনের পরদিন থেকে জাতীয় নির্বাচনের জন্য কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার, তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আসনের সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন।

তিনি বলেন, অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়। কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত কোনো সীমানা পুনঃনির্ধারণ হয়ে থাকে, আমরা সেটা অবশ্যই দেখব।

তবে নির্বাচনের আগে সংশোধন ও সংযোজনের মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের কাজ নির্বাচনের আয়োজন করা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft