শিরোনাম: |
রেকর্ড গড়া ম্যাচে উড়ন্ত জয়ে সিরিজ শুরু ভারতের
|
বর্তমান ডেস্ক: তৃতীয় দিনে ভারতের ইনিংস ঘোষণার সময়ই বলা যায় লিখা হয়ে গিয়েছিল ম্যাচের চিত্রনাট্য। শেষবেলায় তিন উইকেট হারানোর অস্ট্রেলিয়ার জন্য ম্যাচের বাকিটা ছিল অবিশ্বাস্য কিছুর আশা করাই কেবল। তবে রুপকথা তো প্রতিদিন হয় না। ট্রাভিস হেড তাই কিছুটা লড়লেও প্রথম টেস্টে বড় পরাজয়ই বরণ করতে হল অস্ট্রেলিয়া। আর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার হতাশা কাটিয়ে দুর্দান্ত এক জয়ে সিরিজ শুরু করল জাসপ্রিত বুমরাহর দল।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ২৩৮ রানে গুটিয়ে অস্ট্রেলিয়ার ম্যাচ হেরে গেছে ২৯৫ রানে। স্বাগতিকদের ইনিংসের হাইলাইট কেবল যথাক্রমে ছয়, সাত ও আটে নামা হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারির ব্যাটিং। দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেন হেড। বাকি দুজনের অবদান ৪৭ ও ৩৬। সমান তিনটি করে উইকেট নিয়েছে দুই পেসার বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। লাল বলের ক্রিকেটে দুই দলের মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানে হারের ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড। অজিদের বিপক্ষে এই ফরম্যাটে এটা এখন ভারতের রানের ব্যবধানে দ্বিতীয় বড় জয়। প্রথমটিও ২০০৮ সালে এসেছিল, সেবার জয় ছিল ৩২০ রানের। আর এশিয়ার বাইরে রানের ব্যবধানে টেস্টে জয়ের ক্ষেত্রেও এটা ভারতের জন্য তালিকায় উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এর চেয়ে বড় জয়টি ধরা দিয়েছিল ২০১৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানে। রোহিত শর্মা এই টেস্ট মিস করায় অধিনায়কত্ব করেন বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে এই তারকা পেসার ৭২ রানে নিয়েছেন ৮ উইকেটে। টেস্টে ভারতের পেসার অধিনায়কদের মধ্যে এটা চতুর্থ সেরা বোলিং ফিগার। দুই ইনিংসেই অস্ট্রেলিয়া ব্যাটারদেড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো বুমরাহ এই দলটির বিপক্ষে যেন একটু বেশিই জ্বলে ওঠেন। পার্থ টেস্টের পর অজিদের বিপক্ষে ৮ টেস্টে মাত্র ১৮.৮০ গড়ে তার নামের পাশে রয়েছে ৪০ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন দুইবার। তৃতীয় দিনে ভারতের ইনিংস ঘোষণার সময়ই বলা যায় লিখা হয়ে গিয়েছিল ম্যাচের চিত্রনাট্য। শেষবেলায় তিন উইকেট হারানোর অস্ট্রেলিয়ার জন্য ম্যাচের বাকিটা ছিল অবিশ্বাস্য কিছুর আশা করাই কেবল। তবে রুপকথা তো প্রতিদিন হয় না। ট্রাভিস হেড তাই কিছুটা লড়লেও প্রথম টেস্টে বড় পরাজয়ই বরণ করতে হল অস্ট্রেলিয়া। আর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার হতাশা কাটিয়ে দুর্দান্ত এক জয়ে সিরিজ শুরু করল জাসপ্রিত বুমরাহর দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ২৩৮ রানে গুটিয়ে অস্ট্রেলিয়ার ম্যাচ হেরে গেছে ২৯৫ রানে। স্বাগতিকদের ইনিংসের হাইলাইট কেবল যথাক্রমে ছয়, সাত ও আটে নামা হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারির ব্যাটিং। দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেন হেড। বাকি দুজনের অবদান ৪৭ ও ৩৬। সমান তিনটি করে উইকেট নিয়েছে দুই পেসার বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। লাল বলের ক্রিকেটে দুই দলের মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানে হারের ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড। অজিদের বিপক্ষে এই ফরম্যাটে এটা এখন ভারতের রানের ব্যবধানে দ্বিতীয় বড় জয়। প্রথমটিও ২০০৮ সালে এসেছিল, সেবার জয় ছিল ৩২০ রানের। আর এশিয়ার বাইরে রানের ব্যবধানে টেস্টে জয়ের ক্ষেত্রেও এটা ভারতের জন্য তালিকায় উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এর চেয়ে বড় জয়টি ধরা দিয়েছিল ২০১৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানে। রোহিত শর্মা এই টেস্ট মিস করায় অধিনায়কত্ব করেন বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে এই তারকা পেসার ৭২ রানে নিয়েছেন ৮ উইকেটে। টেস্টে ভারতের পেসার অধিনায়কদের মধ্যে এটা চতুর্থ সেরা বোলিং ফিগার। দুই ইনিংসেই অস্ট্রেলিয়া ব্যাটারদেড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো বুমরাহ এই দলটির বিপক্ষে যেন একটু বেশিই জ্বলে ওঠেন। পার্থ টেস্টের পর অজিদের বিপক্ষে ৮ টেস্টে মাত্র ১৮.৮০ গড়ে তার নামের পাশে রয়েছে ৪০ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন দুইবার। |