শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১
দেশকে এগিয়ে নিয়ে গণমুখী ও বাস্তবসম্মত বাজেট পেশ হয়েছে: এনামুল হক শামীম
Published : Sunday, 9 June, 2024 at 6:00 AM, Count : 317

বর্তমান প্রতিবেদক: শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশকে এগিয়ে নিতে এবার গণমুখী ও বাস্তবসম্মত বাজেট পেশ হয়েছে। শনিবার বিকেলে শরীয়তপুরের সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

এ কে এম এনামুল হক শামীম বলেন, গত ৬ জুন জাতীয় সংসদে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। অর্থনেতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট। এই বাজেট আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, বাজেটের মূল প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। বাজেটের মূল লক্ষ্য চলমান সংকট ও অনিশ্চয়তা দূর করা। প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব হবে। ১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে আকাশ পাতাল পার্থক্য রয়েছে।

এনামুল হক শামীম বলেন, বিএনপির সর্বশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। বিএনপির আমলে ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তা ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে।

বিএনপির নেতাদের উদেশে তিনি বলেন, বিএনপির যদি এই বাজেট নিয়ে সমালোচনা করতেই হয়। তাহলে আগে বাজেটটি ভালোভাবে পড়তে হবে। তারপর সমালোচনা করতে হবে। কারণ, সব দেশের বাজেটেই ঘাটতি থাকে। আপনারা বাজেটে ঘাটতি দেখলেন, অথচ শিক্ষা ও স্বাস্থ্যখাতে যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, তা তো দেখলেন না।

আওয়ামী লীগের সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রশ্নে আপস করা যাবে না। আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে হবে। তাই আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মোয়াজ্জেম হোসেন সরদার প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft