শিরোনাম: |
শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্র্যানেন্ড নিক্ষেপ
|
শাহাদত হোসাইন, শ্রীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় বেতন বৃদ্ধি ও ঈদে পূর্ণ বোনাসের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরী হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় জৈনা বাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে উত্তেজিত শ্রমিক পুলিশকে লক্ষ্য করা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দিলে বেলা পৌনে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়ার সময় উত্তেজিত শ্রমিকদের দাওয়ায় পুলিশরা তরী চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে অবস্থান নেই পরে উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে তরী রেস্টুরেন্টে পরে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করতে সাউন্ড গ্র্যানেন্ড নিক্ষেপ করে। |