শিরোনাম: |
বাজারে হয়রানি এড়াতে দেয়া হবে অ্যাপস : বাণিজ্য প্রতিমন্ত্রী
|
টাঙ্গাইল প্রতিনিধি: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ (পার্ক বাজার) বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যাতে করে সাধারণ ক্রেতারা হয়রানি না হয়, সে জন্য অ্যাপস দেওয়া হবে। কে মাল হোলসেল করল আর কে কিনল, এসব তথ্য জানার জন্য এই অ্যাপস দেওয়া হবে শিগগিরই।’ তেলও আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি, কিন্তু খুচরা তারা ১৫৮ টাকা বিক্রি করছে। রমজান মাস উপলক্ষে সব কিছুর ঘাটতি থাকার কথা থাকলেও এখন কিন্তু বাজারে কোনো ঘাটতি নেই। সব পণ্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে।’ |