শিরোনাম: |
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৮ দশমিক ০২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৩২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ফাইন ফুডসের ১৩.১৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১০.০৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.৬৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৫.২৫ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৫.০৭ শতাংশ এবং আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৩.৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। |