শিরোনাম: |
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস
|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৫ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৯ কোটি ৭৪ লাখ ১০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বেড়েছে ১৯ দশমিক ৭২ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৫ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৪৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৫.৭৩ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ১৫.০০ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৪.৩৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১১.৫৪ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১০.৪১ শতাংশ এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের ৯.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে। |