শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১
শাহজিবাজার পাওয়ারের বিদ্যুৎ প্ল্যান্টের কার্যক্রম বন্ধ
Published : Tuesday, 6 February, 2024 at 6:00 AM, Count : 177

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্ল্যান্টের কার্যক্রম বন্ধ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ভাড়া চুক্তি অনুসারে, ১৫ বছরের চুক্তির মেয়াদ ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে শেষ হবে। এ সময় থেকে প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হবে এবং জাতীয় গ্রিড থেকে বন্ধ করা হবে।

কোম্পানিটি নো-বিদ্যুৎ নো-পেমেন্ট ভিত্তিতে আরও ৫ বছরের জন্য পাওয়ার ক্রয় চুক্তি নবায়নের অনুরোধ করেছে।

বিষয়টি বর্তমানে বিপিডিবি দ্বারা বিবেচনাধীন রয়েছে এবং কোম্পানিটি আশা করছে শীঘ্রই এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft