শিরোনাম: |
সেরা ইন্ডেন্টিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড অর্জন জিশান গ্রুপের
|
বর্তমান প্রতিবেদক: ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৭ জানুয়ারী বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন (বিআইএএ) আয়োজিত "সেরা ইন্ডেন্টিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড ২০২২" এ সেবা রপ্তানি খাতে অবদানের জন্য ১৬টি ইন্ডেন্টিং কোম্পানিকে পুরস্কৃত করা হয়, যেখানে জিশান গ্রুপ একটানা ৫ বার এর মত প্রথম পুরস্কার জিতে আরেকটি মাইলফলক অর্জন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএএ’র সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান।
বিগত ৩২ বছর ধরে জিশান গ্রুপ প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি তে ওয়ান স্টপ সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করে আসছে। সাবেক সংশদ সদস্য জনাব শফিউল ইসলাম মহিউদ্দিনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন জিশান গ্রুপের পরিচালক, জনাব জিশান শাহাব খান “সেরা ইন্ডেন্টিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড ২০২২” এর জন্য। জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, জনাব মাহবুবুল আলম, এফবিসিসিআই সভাপতি ও বিআইএএ সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান ও উপস্থিত ছিলেন। |