শিরোনাম: |
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম মন্ত্রী হচ্ছেন
৭৫ হাজার ৫৭৪ ভোটের ব্যবধানে নির্বাচিত
|
বর্তমান প্রতিবেদক: পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মন্ত্রী হচ্ছেন বলে নিতিনির্ধারক পর্যায়ে আভাস পাওয়া গেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ৭৫ হাজার ৫৭৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম এনামুল হক শামীম বিজয়ী হয়েছেন। এ নিয়ে এ আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে এনামুল হক শামীম পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এনামুল হক শামীম। তিনি বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ভিপি এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ছিলেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তিনি। পাশাপাশি শরীয়তপুর চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা, হাজী শরীয়ত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, নড়িয়ার রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি অসংখ্য সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। |