বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ৪০ বর্ষে পদার্পণ, অ্যাওয়ার্ড প্রদান ও পিঠা মেলা
Published : Wednesday, 3 January, 2024 at 6:00 AM, Count : 254

গাইবান্ধা প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত নারী পুরুষের সমতায় টেকসই ও মর্যাদাপূর্ণ দেশ ও রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র (এটক) এর  ৪০ তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্মৃতিচারণ, অ্যাওয়ার্ড প্রদান ও পিঠা মেলার আয়োজন করা হয়। সোমবার রাতে পুলিশ লাইলস সংলগ্ন জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চত্ত¡রে জিইউকে এ্যাওয়ার্ড প্রদান ও পিঠা মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানআবু বকর সিদ্দিক, ব্র্যাাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড মি. ডেভিট ডাওল্যান্ড অস্টিন, স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা.এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারিশপ্রাপ্ত) ইবনে মিজান, শিক্ষাবিদ মাজহার উল মান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংগঠনের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের উপকারভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ ও সমাজে বিশেষ অবদান রাখায় ২০২৩ সালে ৬জনকে জিইউকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরাঁ হলেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাংবাদিকতায় সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সংস্কৃতিতে অধ্যাপক অমিতাভ দাশ হিমুন, সফল উদ্যোক্তায় অ্যাডভোকেট আঞ্জুমান আরা চৌধুরী, আলোকচিত্র শিল্পে কুদ্দুস আলম, চিত্রকলায় রেজাউল আমিন আনিছ। পরে  ২০২১ সালে সফল উদ্যোক্তা হিসেবে মনোনীত রেজবিন বেগমকেও  অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানের শেষাংশে সংস্থার জিইউকে কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৪’শ ধরণের  ৩ লক্ষাধিক শীতকালীন পিঠা অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান জনাব এম. আবদুস সালাম শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংষ্কৃতিক সংগঠক অধ্যাপক জহুরুল কাইয়ুম। পরে উদীচী শিল্পী গোষ্ঠী , সংস্থার কর্মী ও পরিবারের সদস্যদের সন্তানদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft