শিরোনাম: |
বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হলেন শফিউল আজম
|
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্বাহী পরিচালক (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) মোহাম্মদ শফিউল আজম। সোমবার (১ জানুয়ারি) বিএসইসির এবং বিআইসিএম’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। এর আগে, গত ২৮ ডিসেম্বর বিএসইসি থেকে জারিকৃত এক অফিস আদেশে বলা হয়, বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হবে। পরবর্তী নির্বাহী প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত বিএসইসির ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ৮৯৩তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। |