রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
দুর্নীতি মামলায় গৃহবন্দি আলবেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী
Published : Sunday, 31 December, 2023 at 6:00 AM, Count : 214

আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সালি বেরিশাকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৩০ ডিসিম্বর) দুর্নীতি মামলায় তাকে গৃহবন্দি রাখার নির্দেশ দেন।

প্রসিকিউটরদের অভিযোগ, বেরিশা ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি নিজের মেয়ের জামাইকে রাষ্ট্রীয় জমির সুবিধা নেওয়ার সুযোগ দিয়েছিলেন।

অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী। বেরিশা বর্তমানে আলবেনিয়ার সবচেয়ে বড় বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান।


বেরিশার আইনজীবী জেনস গোজোকুতাজ আদালতের এ নির্দেশনার পর বলেন, আদালত প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে আগের অবস্থা থেকে সরে এসছেন। তাকে দেশত্যাগের সম্ভাবনা ছাড়াই গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন।

আইনজীবী জানিয়েছেন, বেরিশা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সাবেক এ প্রধানমন্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী এদি রামা রাজনৈতিকভাবে বিরোধী দলকে নীরব রাখতে এমন কাজ করছেন।

বেরিশা উপনিবেশ থেকে মুক্তির পর বলকান অঞ্চলের দক্ষিণ পশ্চিমের এ দেশটির ১৯৯২ থেকে ১৯৯৭৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট এবং ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft