শিরোনাম: |
রূপালী ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
|
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসির বন্ড ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। ব্যাংকটি টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯২তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। এক হাজার ২০০ কোটি টাকা মূল্যের এ বন্ড আনসিকিউরড, নন-কনভাটেবল, ফুল্লি রিডেমাবল, ফ্লাটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির কুপন হার রেফারেন্স রেট প্লাস ২ শতাংশ কুপন মার্জিন।। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন রূপালী ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। এছাড়া বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। |