রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
দর পতনের শীর্ষে বিডি থাই
Published : Tuesday, 28 November, 2023 at 6:00 AM, Count : 246

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭২৩ বারে ৫৭ লাখ ৫২ হাজার ৭০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে সিমটেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৯২ বারে ৬ লাখ ৭২ হাজার ১৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।


তালিকায় তৃতীয় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯১ বারে ৩৮ লাখ ৭৫ হাজার ৬১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৫২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.২৩ শতাংশ, আজিজ পাইপসের ৪.৪২ শতাংশ, সী পার্লের ৪.২২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.২২ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ৪.১৩ শতাংশ কমেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft