সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
কটিয়াদীতে গচিহাটা বিদ্যানিকেতনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Published : Wednesday, 22 November, 2023 at 6:00 AM, Count : 184

কটিয়াদী সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটায় গচিহাটা বিদ্যানিকেতনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাসস্ট্যান্ড মোড়ে বিদ্যালয় প্রাঙ্গণে গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর (লাকী), বিদ্যালয় এর সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা (আজীবন) অবসরপ্রাপ্ত বিমান সেনা মো: জয়নাল আবেদীন (খোকন), বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গচিহাটা বিদ্যানিকেতন পরিচালনা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ এম হাসান।  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ০২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রাজ্জাক, গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি মিয়া হোসেন প্রমুখ।   আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে গচিহাটা বিদ্যানিকেতনের সার্বিক মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গচিহাটা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা মোছাঃ শারমিন আক্তার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft