নিউজিল্যান্ড সিরিজ খেলতে চান না লিটন
Published : Thursday, 16 November, 2023 at 11:19 AM, Count : 647

বিশ্বকাপ শেষ হতেই বিশ্রামের বড় সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বৈশ্বিক এই আসর শেষ না হতেই ২১ তারিখ ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন না আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও চান না খেলতে। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন লিটন।

 বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় নান্নু বলছিলেন, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব।'

এদিকে তোড়জোড় চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে। সেক্ষেত্রে এই টেস্ট সিরিজের দল আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, 'আগামীকালই দল ঘোষণা করে দিব।'


এর আগে গেল মঙ্গলবার বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু বলছিলেন, 'সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, ততদিন সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয় তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি জানিয়ে দেওয়া হবে।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft