বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
গণপূর্ত অধিদপ্তরের ৯টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Published : Tuesday, 14 November, 2023 at 6:00 AM, Update: 14.11.2023 10:40:43 PM, Count : 919

বর্তমান প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রামে গণপূর্ত অধিদপ্তরের ৯টি প্রকল্প মঙ্গলবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভার্চূয়ালী যুক্ত হয়ে ঢাকা, মানিকগঞ্জ এবং চট্টগ্রামের এই প্রকল্পগুলো উদ্বোধন করেন। আজীমপুরে নব-নির্মিত ভবনের সামনে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার ও চিফ আর্কিটেট মীর মনঞ্জুরুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তা-প্রকৌশলীরা। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

৯টি প্রকল্প হচ্ছে: 
১. ঢাকাস্থ জিগাতলায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের (গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তর) জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। প্রকল্পটি সেপ্টেম্বর-১৭ হতে জুন-২৩ মেয়াদে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের মোটব্যয় ৩০৩৮৪.০০ লক্ষ টাকা। গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় ১টি ১৫০০ বর্গফুট বিশিষ্ট ১৩তলা ভবনে ৪৮টি ফ্ল্যাট, ৩টি ১২৫০ বর্গফুট বিশিষ্ট ১৩তলা ভবনে ১৪৪টি ফ্ল্যাট, ২টি ১০০০ বর্গফুট বিশিষ্ট ১৩তলা ভবনে ৯৬টি ফ্ল্যাটসহ  মোট ২৮৮ টি ফ্ল্যাট এবং ১টি ৫০০০ বর্গফুট বিশিষ্ট ৬তলা কমিউনিটি ভবন নির্মাণ করা হয়েছে। ২টি বৃহদাকার  খেলারমাঠ, হাঁটার জন্য ওয়াকওয়ে, ১টি মনোরম জলাধার ও এর চারপাশে বসা ও হাঁটার স্থান, নিজস্ব গভীর নলকূপ দ্বারা সুপেয় পানি সরবরাহের ব্যবস্থাসহ সকল আধুনিক সুবিধা প্রকল্পে বিদ্যমান রয়েছে।
০২. চট্টগ্রাম আগ্রাবাদস্থ সিজিএস কলোনীতে জরাজীর্ণ ১১টি ভবনের স্থলে ৯টি বহুতল আবাসিক ভবনে সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের জন্য ৬৮৪টি ফ্ল্যাট নির্মাণ। প্রকল্পটি জুলাই-১৮হতে জুন-২৩ মেয়াদে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের  মোট ব্যয় ৪৮২৯৩.৫৭ লক্ষ টাকা। আধুনিক সুবিধা নিশ্চিত করায় আবাসন সমস্যা অনেকটাই প্রশমিত হয়েছে এ প্রকল্পে। প্রকল্পের আওতায় ৬৫০বর্গফুটের ২টি ২০তলা ভবনে ১৫২টি ফ্ল্যাট, ৮৫০ বর্গফুটের ৪টি ২০তলা ভবনে ৩০৪টি ফ্ল্যাট, ১০০০ বর্গফুট বিশিষ্ট ৩টি ২০তলা ভবনে ২২৮টি ফ্ল্যাটসহ মোট ৬৮৪ টি ফ্ল্যাট এবং ১টি কমিউনিটি ভবন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের ৭৫শতাংশ সবুজআচ্ছাদিতস্থান।

০৩. মানিকগঞ্জে বহুতল বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ প্রকল্প। প্রকল্পটি জুলাই-১৯ হতে জুন-২৩ মেয়াদে বাস্তবায়িত হয়েছে।  মোট ব্যয় ৯৫৬৪.৬২ লক্ষ টাকা। জেলা সদওে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত স্থান সংকুলানের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ফলে জনসাধারণের সরকারি বহুবিধ সেবা একটি অফিস ভবন থেকে দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পের আওতায় ১টি ১০তলা অফিস ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির মোট ফ্লোরএরিয়া ১,৯৩,৩১১.৫৬ বর্গফুট এবং ভবনটির বেজমেন্টে ৪২টি গাড়িপার্কিং সুবিধা রয়েছে।
০৪. ঢাকাস্থ সেগুন বাগিচায় অবস্থিত স্থাপত্য ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারন (বিদ্যমান ৭ তলা ভবনকে ১০ তলায় উন্নীতকরণ) এবং বিদ্যমান ভবনের আধুনিকায়ন কাজ। প্রকল্পটি জুলাই-২১ হতে জুন-২৩ মেয়াদে বাস্তবায়িত হয়েছে। মোটব্যয় ৪২৬৯.৭৩ লক্ষ টাকা। স্থাপত্য অধিদপ্তওে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক স্থান সংকুলানসহ সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

০৫. ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনীর অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। প্রকল্পটি জানুয়ারী-১৯ থেকে ডিসেম্বর-২৩ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোটব্যয় ১৯২১৮০.৫৭ লক্ষ টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক আবাসন সুবিধা দেওয়ার মধ্যদিয়ে কাজের মান বৃদ্ধি করা প্রকল্পটির উদ্দেশ্য। প্রকল্পের আওতায় ৩টি ১৮০০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট ২০ তলা ভবনে ২২৮টি ফ্ল্যাট, ৮টি ১৫০০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট ২০ তলা ভবনে ৬০৮টি ফ্ল্যাট এবং ৪টি ১২৫০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট ২০ তলা ভবনে ৩০৪টি ফ্ল্যাটসহ সর্বমোট ১৫টি ২০ তলা ভবনে ১১৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এছাড়া অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রশস্তরাস্তা, বৃহদাকার ৪টি মাঠ, ৩টি নান্দনিক জলাশয় ও তার চারপাশে ওয়াকওয়েসহ আধুনিক সকল সুবিধা।

০৬. ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। প্রকল্পটি অক্টোবর-১৯ হতে জুন-২৪ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোটব্যয় ১০৮৮৪৫.৬০ লক্ষ টাকা। এ প্রকল্পটির উদ্দেশ্যও  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা প্রদান, উপযুক্ত, মানসম্পন্ন ও স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিতকরনের মধ্যদিয়ে কাজের মান বৃদ্ধি করা। প্রকল্পের আওতায় ১৭টি ৮৫০ বর্গফুট বিশিষ্ট ১৩ তলা ভবনে ৮১৬টি ফ্ল্যাট, ৮টি ১০০০ বর্গফুট বিশিষ্ট ১৩ তলা ভবনে ৩৮৪টি ফ্ল্যাটসহ সর্বমোট ২৫টি ১৩ তলা ভবনে ১২০০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এছাড়া কমিউনিটি হল, লাইব্রেরী, জিমনেসিয়াম, ডে-কেয়ারসেন্টার, সুপার মসজিদ ও মন্দির থাকবে।

০৭. ঢাকার গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২০টি পরিত্যক্ত বাড়িতে ৩৯৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (সংশোধিত ৩১১টি) প্রকল্প। প্রকল্পটি জুলাই-১৬ থেকে জুন-২৫ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট ব্যয় ৩৫৮৫৩.০৪ লক্ষ টাকা। এটিরও উদ্দেশ্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা প্রদান, উপযুক্ত, মানসম্পন্ন ও স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিতকরনের মধ্যদিয়ে কাজের মান বৃদ্ধি করা। প্রকল্পের আওতায় ১৮০০ বর্গফুট বিশিষ্ট ১৮টি ফ্ল্যাট, ১৫০০ বর্গফুট বিশিষ্ট ১৪৭টি ফ্ল্যাট, ১২৫০ বর্গফুট বিশিষ্ট ১৩২টি ফ্ল্যাট এবং ১০০০ বর্গফুট বিশিষ্ট ১৪টি ফ্ল্যাটসহ সর্বমোট ৩১১টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

০৮. চট্রগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরী ভবন নির্মাণ প্রকল্প। প্রকল্পটি ফেব্রুয়ারি-১৭ হতে জুন-২৫ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোটব্যয় ৪৭৬৬০.৯৫ লক্ষ টাকা। সরকারি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরা, সরকারি রাজ¯ ^বৃদ্ধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্পন্ন আবাসন নিশ্চিত হওয়ায় সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন মামলা মোকদ্দমা ও বেদখল হওয়া থেকে সরকারি জমি রক্ষা করা প্রকল্পটির উদ্দেশ্য। প্রকল্পের আওতায় ১৫০০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট ১০টি ভবনে ৪১৪টি ফ্ল্যাট, ১২৫০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট ৪টি ভবনে ১৬২টি ফ্ল্যাটসহ ৫৭৬টি ফ্ল্যাট এবং ১টি ভবনে ৬৪টি ডরমিটরী রুম (প্রতি ইউনিট ২৫০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট) নির্মাণ করা হবে। প্রকল্পটির সর্বমোট ৪টি ভবনে ১৬০টি ফ্ল্যাট ও ৬৪টি ডরমিটরী রুম নির্মাণ সমাপ্ত হয়েছে।

০৯. ঢাকাস্থ সোবহানবাগ মসজিদের আধুনিকায়ন এবং উর্ধ্বমূখী সম্প্রসারণ প্রকল্প। প্রকল্পটি মার্চ-১৯ হতে ডিসেম্বর-২৩ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের  মোট ব্যয় ৬০৮৯.৬৮ লক্ষ টাকা। প্রকল্পের আওতায় ঢাকার ০.৩৫ একর জায়গার উপর ঐতিহ্যবাহী সোবহানবাগ মসজিদটি পুনঃনির্মাণ করে পূর্বের ৪ তলা মসজিদকে ১০তলায় উন্নীতকরণ করা হয়েছে এবং ১টি ৩তলা বিশিষ্ট অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের সেমি-বেসমেন্টে ১টি মাদ্রাসা, ইসলামিক লাইব্রেরী এবং ২য় তলায় মহিলাদেও নামাজের স্থান রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft