শিরোনাম: |
আনসারের পদোন্নতিপ্রাপ্ত পরিচালকদেরকে র্যাঙ্ক ব্যাজ পরালেন মহাপরিচালক
|
বর্তমান প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ জন কর্মকর্তাকে পরিচালক পদবীর র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। মঙ্গলবার তাদের র্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, বাহিনীর উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত পরিচালকগণ হলেন আফজাল হোসেন, মোঃ সেলিমুজ্জামান, মোঃ এফতেখারুল ইসলাম, রোকসানা বেগম, ফাতেমা-তুজ-জোহরা, শিরিন সুলতানা, মোঃ জানে আলম সুফিয়ান ও সদন চাকমা। তারা ২৯তম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। ১৩ নভেম্বর তাদেরকে উপপরিচালক পদ হতে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। একদিন পর তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর মহাপরিচালক। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন। |