শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৬ পৌষ ১৪৩১
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি দারার নেতৃত্বে মিছিল, শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি
গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে : সাবেক এমপি দারা
Published : Sunday, 12 November, 2023 at 6:00 AM, Count : 508

রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলার পুঠিয়া-দূর্গাপুর (রাজশাহী-৫ আসন) উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেতা আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে বিএনপি জামায়াতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, অবরোধের বিরূদ্ধে গণসচেতনতা তৈরির জন্য বিভিন্ন স্থানে নিয়মিত শান্তি সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। পুঠিয়া-দূর্গাপুর-৫ নির্বাচনী এলাকায় রবিবার এসব কর্মসূচী পালনের সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য বিএনপির নেই; এ জন্য বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘বিএনপি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্দয় আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারা দেশ। তারা মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়। অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা, মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মকঞ্জ অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি।’ তিনি আরও বলেন,  ‘তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরেরজ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভাবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

রবিবার (১২ নভেম্বর) দিনব্যাপী পুঠিয়া উপজেলার বানেশ্বর, বিড়ালদহ, তারাপুর বাজার ও দূর্গাপূরের প্রধান প্রধান সড়ক ও আমগাছি ইউনিয়ন বাজারে, নন্দরগাছি ভাল্লুকগাছিসহ বিভিন্ন স্থানে এবং সড়কে বাজারে চা আড্ডায় এসব নিয়মিত কর্মসূচি চলছে। এদিকে বিএনপি জামায়াত এর সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, অবরোধের বিরূদ্ধে গণসচেতনতা তৈরির জন্য রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নের তারাপুর বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।
চলমান এসব কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক,  সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সদস্য মোঃ গোলাম ফারুক, মোঃ রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মিঠু, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নয়ন, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়েজ আমিন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, পুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মুক্তা, সাধারণ সম্পাদক রুবেল, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ ইবাদুল্লাহ-সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।

সমাবেশে আব্দুল ওয়াদুদ দারা বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। আওয়ামী লীগে এখনো অনেক নামধারী খুনি মুশতাকের মত শত্রু আছে যারা দলের ভিতরে কোন্দলের সৃষ্টি করছে। তাই আমি আমার পুঠিয়া দূর্গাপুর আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা এই নামধারী আওয়ামীলীগের কাছে থেকে দূরে থাকবেন। মনে রাখবেন আওয়ামী লীগ একত্রিত হয়ে কাজ করলে কোন শক্তিই পরাজিত করতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি জামাত সারাদেশব্যাপী যে নাশকতা করতে শুরু করেছে তা থেকে আমাদের সকল কে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে তারা সন্ত্রাসী। আর কোন সন্ত্রাসীর কোন আত্মীয় স্বজন, পরিবার, রাষ্ট্র থাকতে পারে না। যারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে এবং এদের মোকাবেলা করতে হবে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাজশাহী জেলার সাধারণ সম্পাদক দারা বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে জীবন্ত ও ঘুমন্ত মানুষ, নারী ও শিশু কেউ রেহাই পাচ্ছে না। গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এ দেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী। সরকারের দায়িত্ব হলো জনগণের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft