শিরোনাম: |
২৪ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আরও কাছে দক্ষিণ আফ্রিকা
|
বর্তমান প্রতিবেদক: কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেছে প্রোটিয়ারা। রান বিবেচনায় প্রোটিয়াদের কাছে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার নিউজিল্যান্ডের। ১৯৯৯ সালের পর বিশ^কাপে এই প্রথমবার নিউজিল্যান্ডকে হারালো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ডুসেনের সাথে ১৮৯ বলে ২০০ রান যোগ করেন ডি কক। ওয়ানডেতে যেকোন উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি সর্বোচ্চ রানের জুটি দক্ষিণ আফ্রিকার। এই নিয়ে এবারের আসরে দ্বিতীয়বার ২শ রানের জুটি গড়লেন ডি কক-ডুসেন। এর আগে শ্রীলংকার বিপক্ষে ১৭৪ বলে ২০৪ রান করেছিলেন তারা। এতে এক আসরে সর্বোচ্চ দু’বার জুটিতে ২শ রান করার ক্ষেত্রে শ্রীলংকার তিলকরতেœ দিলশান ও উপুল থারাঙ্গার রেকর্ড স্পর্শ করেন ডি কক-ডুসেন। ২০১১ সালের বিশ^কাপে দু’বার জুটিতে ২শ রান করেছিলেন দিলশান ও থারাঙ্গা। এবারের আসরে এই নিয়ে রেকর্ড সপ্তম সেঞ্চুরির জুটি গড়লো প্রোটিয়ারা। অন্য কোন দল চারটির বেশি সেঞ্চুরির জুটি গড়তে পারেনি। ৪২তম ওভারে ওয়ানডেতে ষষ্ঠ ও এবারের বিশ^কাপে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ১০১ বল খেলা ডুসেন। ভারত বিশ^কাপে আট সেঞ্চুরির করলো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এতে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরিতে শ্রীলংকার পাশে বসলো প্রোটিয়ারা। ২০১৫ সালেও আটটি সেঞ্চুরি করেছিলো শ্রীলংকার ব্যাটাররা। সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হন ডুসেন। তার সাথে দ্রুত রান তোলায় মনোযোগী হন ডেভিড মিলার। এতে ৪৬তম ওভারে ৩শ রান পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৪৮তম ওভারে সাউদির প্রথম বলে আউট হওয়ার আগে ৯টি চার ও ৫টি ছক্কায় ১৩৩ রান করেন ডুসেন। মিলারের সাথে ৪৩ বলে ৭৮ রানের ঝড়ো জুটি গড়েন ডুসেন। দলীয় ৩১৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ডুসেন ফেরার পর হেনরিচ ক্লাসেনের সাথে ১৬ বলে ৩৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার রান সাড়ে ৩শ পার করেন মিলার। ২৯ বলে ওয়ানডেতে ২৪তম অর্ধশতক করেন মিলার। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে পেসার জেমস নিশামের বলে আউট হন তিনি। ২টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন মিলার। নিশামের করা শেষ ওভারে ১৮ রান পায় দক্ষিণ আফ্রিকা। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান যোগ করে তারা। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৭ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান প্রোটিয়াদের। বিশ^কাপে এই নিয়ে ইনিংসে সর্বোচ্চ ৯বার সাড়ে ৩শ রান করে অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করলো প্রোটিয়ারা। এ ম্যাচে ১৫টিসহ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৮২টি ছক্কা বিশ^রেকর্ড গড়ে প্রোটিয়ারা। ২০১৯ সালে ৭৬টি ছক্কা মেরে বিশ^রেকর্ডের মালিক হয়েছিলো ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ৩৫৭/৪, ৫০ ওভার (ডুসেন ১৩৩, ডি কক ১১৪, সাউদি ২/৭৭)। নিউজিল্যান্ড : ১৬৭/১০, ৩৫.৩ ওভার (ফিলিপস ৬০, ইয়ং ৩৩, মহারাজ ৪/৪৬)। ফল : দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে জয়ী। ম্যাচ সেরা: রাসি ভ্যান ডার ডুসেন(দক্ষিণ আফ্রিকা)। |