বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার
Published : Sunday, 29 October, 2023 at 6:00 AM, Count : 394

সিরিজ নিশ্চিত ছিল আগেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল টাইগ্রেসরা। তবে, সিরিজের শেষ ম্যাচটায় নজর ছিল আলাদা। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে জ্যোতি বাহিনী, এমন প্রত্যাশা নিয়েই খেলা দেখতে বসেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু এদিন হতাশ করলেন জ্যোতি-শামীমারা। পাকিস্তানের মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে ৩১ রানে। 

অবশ্য তাদের এমন হারেও খুব একটা ক্ষতি হয়নি। আগেই সিরিজ নিশ্চিত করে ফেলায় ট্রফিটাকে নিজেদের কাছেই রাখতে পারছে জ্যোতি বাহিনী। ছেলেদের ক্রিকেটে চরম দুরবস্থার মাঝে মেয়েদের এমন প্রাপ্তি নিশ্চিতভাবেই স্বস্তি দেবে ক্রিকেট সংশ্লিষ্টদের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। 


আগে ব্যাট করতে নেমে এদিন দারুণ সূচনা পায় পাকিস্তান। আগের দুই ম্যাচে বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে দাঁড়াতে না পারলেও এদিন ঠিকই ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছে তারা। ২য় ওভারে সিদরা আমিন আউট হলেও দারুণ এক জুটি গড়েন বিসমাহ মারুফ এবং মুনিবা আলী। বাংলাদেশের বোলারদের ব্যাট হাতে রীতিমত শাসন করেছেন দুজন। ওভারপ্রতি ৬ করে রান তুলেছেন দুজনে। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০৩ রান। নাহিদা আক্তারের বলে আউট হন মুনিবা। আলিয়া রিয়াজ এসে অবশ্য বেশিকিছু করতে পারেননি। ৬ বলে ৪ রান করেই থেমে যান তিনি। ইনিংসের শেষ ওভারে ৪৮ রানে আউট হন বিসমাহ মারুফ। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৩ রান। 

মেয়েদের জন্য লক্ষ্যটা বড়ই ছিল। শুরুতেই তাই আক্রমণাত্মক হতে চেয়েছিলেন দুই ওপেনার। সাদিয়া ইকবালের বলে ৪ দিয়ে রানের খাতা খোলেন সুমাইয়া আক্তার। কিন্তু ওই পর্যন্তই। এরপর আর রানের চাকা ঘোরাতে পারেননি। ৩ বলে ৪ রান করেই থামেন তিনি। শামীমা আর সোবহানা চেষ্টা করেছিলেন ইনিংস বড় করার। তবে সেটাও হয়নি। রানরেট ঠিক থাকলেও পাওয়ারপ্লে শেষ হতেই বিদায় নেন সোবহানা মোস্তারি। পরের ওভারেই ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। ৪ বলে ৩ করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। দলের হারটাও চোখ রাঙাতে শুরু করে।

মাঝে শরীফা খাতুনের ১৮ আর রাবেয়া খানের ১১ রান না থাকলে ১০০ এর আগেই থামতে পারতো বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ম্যাচ হারতে হয় ৩১ রানে। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল এবং আলিয়া রিয়াজ।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft