শিরোনাম: |
বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
|
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে। এই উপলক্ষে রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বিশেষ সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন করেন। এরপর বঙ্গবন্ধুর পক্ষে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর হাত থেকে এই সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত সমাবর্তনে উপস্থিত ছিলেন।সমাবর্তন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি গবেষণায় গুরুত্ব দিতে আহ্বান করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৫৩ তম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে এই সম্মানসূচক উপাধি প্রদান করা হয়। সর্বপ্রথম ১৯২২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলরকে ডক্টর অব লজ প্রদান করা হয়। |