রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-লুটপাট হয়: প্রধানমন্ত্রী
Published : Saturday, 28 October, 2023 at 6:00 AM, Count : 258

বর্তমান প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি- লুটপাট হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যখন দেশের উন্নয়ন করি, ওই বিএনপি-জামায়াত সবকিছু ধ্বংস করা শুরু করে। আমার বাবাকে (বঙ্গবন্ধু) ওই জিয়াই (জিয়াউর রহমান) হত্যা করেছে।’ শনিবার চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড মাঠে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে মানুষ একবেলা নুনভাত খেতে পারত না। আজকে আমরা দারিদ্র্য মোকাবেলা করেছি। আজকে আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের মানুষের জন্য গৃহের ব্যবস্থা করেছি।’ প্রবাসীদের আহ্বান করে তিনি বলেন, ‘যারা বিদেশে যেতে চান, দয়া করে দালালকে টাকা দিয়ে বিদেশে যাবেন না।’

টানেল যুগে বাংলাদেশের প্রবেশ ও নির্বাচনে নৌকার জয়লাভের ফলে উন্নয়নের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আজকের এই উন্নয়ন একমাত্র সম্ভব হয়েছে কারণ নৌকা মার্কায় (প্রতীক) আপনারা ভোট দিয়েছেন। যখনই নৌকা ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে।’

চট্টগ্রামে জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘(চট্টগ্রামের) সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ জন্য (জলাবদ্ধতা নিরসনের জন্য) আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদেরকে চাল-ডাল-তেল দিচ্ছি বিনামূল্যে। দরিদ্র ও নিম্নবিত্তদের জন্যও আমরা ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির কাজই হচ্ছে খুন করা। খালেদা জিয়া এতিমদের টাকা না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। তারই ছেলে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত। দশ ট্রাক অস্ত্র মামলাসহ আরও অনেক মামলায় দণ্ডপ্রাপ্ত।’ শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। আজকে তারা সরকার পতনের জন্য নানা কথা বলে, নানা কর্মসূচি দেয়। কিন্তু খালেদা জিয়া ভোট চোর। আর সেই বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাকে পদত্যাগে বাধ্য করেছে।’

এর আগে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে নিজ হাতে টোল দিয়ে গাড়ি বহর নিয়ে প্রথম যাত্রী হিসেবে তা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এদিকে, জনসভাস্থলে স্মারক ডাকটিকেট, সিলমোহর ও খাম এবং স্মারক ৫০ টাকার নোট অবমুক্ত করেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft